পুজোর আগে নতুন ফোন কেনার ইচ্ছা? দেখে নিন 25,000 টাকার মধ্যে সেরা 5 স্মার্টফোন
বর্তমান সময়ে স্মার্টফোন মার্কেটে প্রচুর বিকল্প উপলব্ধ থাকায়, ক্রেতাদের জন্য নির্দিষ্ট প্রয়োজনের ওপর ভিত্তি করে সঠিক মডেলটি বেছে নেওয়া ক্রমশ কঠিন হয়ে পড়েছে। তাই তাদের সুবিধার্থে এই নিবন্ধে এমন পাঁচটি সেরা ফোনের তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলি 25,000 টাকার মধ্যে কেনা যাবে। তালিকায় Vivo এবং OnePlus এর মতো সুপরিচিত ব্র্যান্ডের ফোনের পাশাপাশি Infinix এবং Nothing এর মতো তুলনামূলকভাবে নতুন ব্র্যান্ডগুলির ফোনও রয়েছে৷ চলুন এগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
2024 সালের সেপ্টেম্বরে 25,000 টাকার কম মূল্য উপলব্ধ সেরা স্মার্টফোন
- Infinix GT 20 Pro:
ইনফিনিক্স জিটি 20 প্রো ফোনে 8 জিবি র্যাম/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফার করে এবং 1,300 নিটের পিক ব্রাইটনেস এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির ফুলএইচডি+ এলটিপিএস অ্যামোলেড (LTPS AMOLED) ডিসপ্লে রয়েছে৷ ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট চিপসেট দ্বারা চালিত, যা উচ্চতর গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য মালি জি610-এমসি6 চিপসেটের সাথে যুক্ত।
আরও পড়ুন : 10 হাজার টাকার কমে 5G স্মার্টফোন, Motorola G45 5G আজ ফের সেলে কেনার সুযোগ
স্মার্টফোনটিতে ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপ পিক্সেলওয়ার্কস এক্স5 টার্বো (Pixelworks X5 Turbo) রয়েছে, যা জিপিইউ পারফরম্যান্স, রেজোলিউশন বাড়ায় এবং লেটেন্সি কমায়। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি বিদ্যমান। ইনফিনিক্স জিটি 20 প্রো অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ইনফিনিক্সের এক্সওএস 14 (XOS 14) কাস্টম স্কিনে চলে। ইনফিনিক্স ডিভাইসটির জন্য দুই বছরের সফ্টওয়্যার আপডেট এবং অতিরিক্ত এক বছরের সিকিউরিটি প্যাচের গ্যারান্টি দেয়।
- Vivo T3 Pro:
Vivo T3 Pro 5G ফোনে 6.77 ইঞ্চির ফুলএইচডি+ 3D কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস 4,500 নিট এবং সর্বোচ্চ রিফ্রেশ রেট 120 হার্টজ। এতে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা Adreno 720 জিপিইউ-এর সাথে যুক্ত। ডিভাইসটিতে 8 জিবি এলপিডিডিআর4এক্স র্যাম এবং 256 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ মিলবে৷
আরও পড়ুন : DJ বক্সের মতো বাজবে, Boult ভারতে লঞ্চ করল Bassbox সিরিজের তিনটি সাউন্ডবার
ফটোগ্রাফির ক্ষেত্রে, Vivo T3 Pro 5G ফোনের পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অবস্থান করছে৷ সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।
পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে 5,500 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এটি অ্যান্ড্রয়েড 14 ওএস-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস 14 (FunTouch OS 14) অপারেটিং সিস্টেমে কাজ করে। ভিভো এই মডেলে দুই বছরের ওএস আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ প্রদান করবে। Vivo T3 Pro 5G ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি64 (IP64) রেটিং যুক্ত বিল্ড অফার করে এবং এর একটি 7.49 মিলিমিটারের স্লিম প্রোফাইল রয়েছে, এমনকি ভিগান লেদার ব্যাক প্যানেল সহ।
- OnePlus Nord CE 4:
OnePlus Nord CE 4 হ্যান্ডসেটে রয়েছে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যার রেজোলিউশন 2412 x 1080 পিক্সেল এবং এটি 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করে। এটি 210 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 2,160 হার্টজ পিডাব্লিউএম ডিমিং, এইচডিআর10+ কালার সার্টিফিকেশন এবং 10 বিট কালার ডেপ্থের জন্যও সাপোর্ট পায়। এই মিড-রেঞ্জের স্মার্টফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত, যা গ্রাফিক্সের জন্য Adreno 720 জিপিইউ এর সাথে যুক্ত।
ফটোগ্রাফির ক্ষেত্রে, OnePlus Nord CE 4 5G হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান।
- Poco X6 Pro:
Poco X6 Pro হ্যান্ডসেটে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 1,800 নিট পিক ব্রাইটনেস সহ 6.67 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি MediaTek Dimensity Ultra প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য Mali-G615 জিপিইউ যুক্ত রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Poco X6 Pro হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অবস্থান করছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসটি 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় 5,000 এমএএইচ ব্যাটারিতে চলে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক শাওমির হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করে। এছাড়া, ফোনটিতে আইপি54 রেটিং, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইআর ব্লাস্টার বিদ্যমান।
- Nothing Phone 2a:
Nothing Phone (2a) হ্যান্ডসেটে 1080x2412 পিক্সেলের রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 10 বিট কালার ডেপ্থ সহ 6.7 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে৷ ফোনটি 1,300 নিট (সাধারণ উজ্জ্বলতার 700 নিট) পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস 5 - এর সুরক্ষার সাথে আসে। এটি MediaTek Dimensity 7200 Pro চিপসেটে চলে এবং 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য, Nothing Phone (2a) হ্যান্ডসেটের পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে৷ আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কল করার জন্য একটি 32 মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করছে।
এছাড়া, Nothing Phone (2a) মডেলে একটি ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ এবং দুটি এইচডি মাইক্রোফোন রয়েছে৷ গ্লাইফ ইন্টারফেসে 24টি জোন সহ তিনটি এলইডি স্ট্রিপ রয়েছে৷ এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের ভিত্তি করে নাথিং ওএস 2.6 (Nothing OS 2.6) কাস্টম স্কিনে চলে এবং কোম্পানি এই ডিভাইসে তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। ফোনটির 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য 23,999 টাকা।