Vivo V29e-এর পর এবার ভারতে আসছে Vivo V29 ও Vivo V29 Pro, থাকবে ক্যামেরা ও ডিজাইনের কামাল
Vivo সম্প্রতি ভারতে Vivo V29e স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং আকষর্ণীয় ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সাথে এসেছে৷ আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে Vivo V29 সিরিজে অন্তর্ভুক্ত অন্যান্য ডিভাইসগুলিও খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে।
Vivo V29 সিরিজ খুব শীঘ্রই আসছে গ্লোবাল মার্কেটে
টিপস্টার পারস গুগলানি এক্স (টুইটার)-এর একটি পোস্টে দাবি করেছেন যে, ভিভো ভি২৯ ৫জি সিরিজ ভারত এবং বিশ্বের অন্যান্য বাজারে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে। এটি ব্র্যান্ডের পূর্ববর্তী ঘোষণার সাথেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছিল ভি২৯ ৫জি ভারত সহ ৩৯টিরও বেশি দেশে লঞ্চ করা হবে।
যদিও, ভিভো ভি২৯ ৫জি ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্রে উপলব্ধ। সুতরাং, ব্র্যান্ডটি এর পাশাপাশি ভিভো ভি২৯ প্রো মডেলটি লঞ্চ করে কিনা, সেটাই এখন দেখার। 'প্রো' মডেলটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, যার অর্থ এদেশে মডেলটিকে লঞ্চ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে।
Vivo V29-এর স্পেসিফিকেশন
Vivo V29 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১.০৭ বিলিয়ন কালার এবং ডিসিআই-পি৩ কালার গ্যামট সাপোর্ট করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যার সাথে ১২ জিবি র্যাম (এক্সটেন্ডেড র্যাম সহ ২০ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব) এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। Vivo V29 5G-এ দক্ষ হিট ম্যানেজমেন্টের জন্য একটি বিশাল ভিসি বায়োনিক কুলিং সিস্টেম অন্তর্ভুক্ত আছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Vivo V29-এর ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি রিং এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে অটোফোকাস সহ একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।