6000 টাকা ডিসকাউন্ট, পুজোর আগেই Vivo Y56 5G এর‌ দাম কমলো, এখান থেকে কিনুন

Update: 2023-10-02 06:19 GMT

আপনি যদি ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে একটি দুর্দান্ত 5G ফোন কিনতে চান, তাহলে Amazon আপনার জন্য এনেছে লোভনীয় অফার। সংস্থাটি Great Indian Festival সেলের আগে ক্রেতাদের জন্য Kickstarter Deal অফার করছে। এই ডিলে Vivo Y56 5G ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে বাম্পার ডিসকাউন্টে। এর এমআরপি ২২,৯৯৯ টাকা।

তবে Amazon Kickstarter ডিলে ২৬% ডিসকাউন্ট দিয়ে Vivo Y56 5G মাত্র ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন বদলে ১৫,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলবে। আবার ৭৫০ টাকার ব্যাংক অফারও দিচ্ছে Vivo। এই ফোনে আপনি ভার্চুয়াল র‌্যাম এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাবেন।

Vivo Y56 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যামও রয়েছে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। এর সামনে দেখা যাবে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লে ফুল এইচডি+ রেজোলিউশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এর অ্যাসপেক্ট রেশিও প্রদান করে।

Vivo Y56 5G এর রিয়ার প্যানেলে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সসহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার সেলফি তোলার জন্য ফোনের সামনে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News