ভারতীয়দের বিশেষ উপহার Apple এর, iPhone ব্যবহারের মজা হবে দ্বিগুণ, বদল এল সিরিতেও
অ্যাপল গত মাসে তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ লঞ্চ করে। নতুন ওএসে একাধিক এআই ফিচার উপস্থিত। ভারতীয় আইফোন ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অ্যাপলের নতুন আইওএসের জন্য। এরই মধ্যে ভারতীয় আইফোন ব্যবহারকারীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে অ্যাপল। সংস্থাটি জানিয়েছে যে ভারতীয় ব্যবহারকারীদের জন্য আইওএস ১৮ অপারেটিং সিস্টেমকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
ভারতীয়দের জন্য বিশেষভাবে ডিজাইন করা আইওএস ১৮ এর মধ্যে রয়েছে নতুন ভারতীয় ফন্ট, লাইভ ভয়েসমেইল ট্রান্সক্রিপশন এবং কীবোর্ডের জন্য ল্যাঙ্গুয়েজ ইনপুট সহ সিরিতে নতুন ল্যাঙ্গুয়েজের সাপোর্ট। আইওএস ১৮ ভারতে ডুয়েল সিম কার্ড ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দেবে।
লকস্ক্রিনে দেখতে পাবেন আপনার পছন্দের ভাষা
অ্যাপল আইফোন ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের সাথে ১২টি ভারতীয় ভাষার সমর্থন পাবেন। ব্যবহারকারীরা পছন্দের ভাষা অনুযায়ী লক স্ক্রিন কাস্টমাইজ করতে পারবেন। বাংলা, দেবনাগরী, গুজরাটি, ওড়িয়া এবং তেলেগু সহ ভারতের অনেক ভাষা নয়া অপারেটিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবার আইওএস ১৮ পছন্দ অনুযায়ী লক স্ক্রিনের ফন্টের রঙ পরিবর্তন করতে দেবে। এছাড়া অ্যাপল সিরিতে ভারতীয় ইংরেজির পাশাপাশি ৯টি ভাষার অতিরিক্ত সমর্থন যুক্ত করা হয়েছে।
এদিকে নতুন ওএসের সাথে, অ্যাপল ভারতীয় আইফোন ব্যবহারকারীদের জন্য লাইভ ভয়েসমেইল ট্রান্সক্রিপশনে বড় পরিবর্তন এনেছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, আইওএস ১৮ ব্যবহারকারীরা লাইভ ভয়েসমেইল ট্রান্সক্রিপশনে ভারতীয় ইংরেজির ভাষার সমর্থন পাবেন।