Bank Holiday Today: আজ ব্যাঙ্ক কি বন্ধ থাকবে? নভেম্বর মাসের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিন
Bank Holiday Today - নভেম্বর মাসে সারা দেশ জুড়ে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই নভেম্বর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে।
নভেম্বর মাসে সারা দেশ জুড়ে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই নভেম্বর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই এই তালিকায় রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত আছে। এছাড়াও দীপাবলি সহ বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণে আরও বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও রাজ্য ভেদে ছুটির দিন এবং সংখ্যার ভিন্নতা দেখা যাবে। আসুন এই ছুটির তালিকা দেখে নেওয়া যাক।
নভেম্বর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা
১ নভেম্বর, শুক্রবার: দীপাবলি উপলক্ষে পশ্চিমবঙ্গে আজ ১ নভেম্বর ২০২৪ ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার কুট এবং কন্নড় রাজ্যোৎসব পালনের কারণে ত্রিপুরা, কর্ণাটক, উত্তরাখন্ড, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মেঘালয়, সিকিম এবং মণিপুরের মতো রাজ্যগুলিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২ নভেম্বর, শনিবার: মাসের প্রথম শনিবার হওয়ায় এইদিন ব্যাঙ্ক ছুটি থাকে না। তবে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, সিকিম, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যে দীপাবলি, লক্ষ্মী পূজা এবং গোবর্ধন পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ নভেম্বর, রবিবার: ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে রবিবারের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ নভেম্বর, বৃহস্পতিবার: ছট উপলক্ষে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সহ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ নভেম্বর, শুক্রবার: ছট / ওয়াঙ্গালা উৎসব উপলক্ষে বিহার, ঝাড়খণ্ড এবং মেঘালয়ের মতো কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯ নভেম্বর, শনিবার: মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
১০ নভেম্বর, রবিবার: স্বাভাবিকভাবেই রবিবারের কারণে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ নভেম্বর, শুক্রবার: গুরু নানক জয়ন্তী / কার্তিক পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গ, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হায়দরাবাদ-তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, জম্মু, উত্তর প্রদেশ, নাগাল্যান্ড, বাংলা, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং শ্রীনগরের মতো কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ নভেম্বর, রবিবার: ১৭ নভেম্বর রবিবার পড়ায় ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ নভেম্বর, সোমবার: কনকদাস জয়ন্তীতে কর্ণাটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ নভেম্বর, শনিবার: ২৩ নভেম্বর চতুর্থ শনিবার ফলে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৪ নভেম্বর, রবিবার: রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।