স্পিড অ্যাডজাস্ট করতে বারবার উঠতে হবেনা, 3,000 টাকার কমে বাড়ি আনুন এইসব রিমোট কন্ট্রোল Ceiling Fan

Update: 2024-05-09 14:50 GMT

এই বছর গ্রীষ্মের দাবদাহে প্রায় প্রাণ যাই-যাই অবস্থা, ২৪ ঘন্টাই বনবন করে মাথার ওপর ঘুরছে ফ্যান। যদিও শীতের কয়েকমাস ছাড়া সব ঋতুতেই বা বলা ভালো গোটা বছরেই ফ্যান বা বৈদ্যুতিন পাখা আমাদের প্রয়োজন হয়, তফাত যেটুকু সেটা হচ্ছে ফ্যান চালানোর স্পিডের হেরফের। এমনিতে এই তীব্র গরমে ফ্যান ফুল-স্পিডেই ঘোরে, কিন্তু মাঝেমধ্যে সেটিকে কমানোরও প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনার যদি ফ্যান তথা উইংয়ের স্পিড বাড়াতে/কমাতে বারবার ওঠা বসা করতে ভালো না লাগে কিংবা এমনিই আপনার এই সময় একটি নতুন ফ্যান কেনার প্রয়োজন হয় তাও আবার কম দামে, তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। এখানে আমরা কিছু 'আধুনিক' অথচ সস্তা সিলিং ফ্যান সম্পর্কে কথা বলব।

আসলে সময়ের সাথে সিলিং ফ্যানও যেন টিভি, ফোনের মতো 'স্মার্ট' হয়ে গেছে। এখন এই ইলেকট্রনিক আইটেমটিকে রিমোট দিয়ে, স্মার্টফোন দিয়ে এমনকি ভয়েস কমান্ড ব্যবহার করেই ইচ্ছেমত নিয়ন্ত্রণ করা যায়। এবার, রিমোট সিলিং ফ্যানের কথা শুনলে আপনার হয়তো অনেক টাকা খরচের ভাবনা হতে পারে, কিন্তু চিন্তার প্রয়োজন নেই। বরঞ্চ আপনি অ্যামাজন (Amazon) বা ফ্লিপকার্ট (Flipkart) থেকে ৩,০০০ টাকারও কমে বহু রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান কেনার বিকল্প পাবেন।

৩ হাজার টাকার কমে পাবেন এই পাঁচটি রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান

১. Longway Creta P1 Remote Controlled 3 Blade Ceiling Fan: এই ফ্যানটি স্ট্যান্ড আউট ডিজাইনের সাথে আসে এবং এর রিমোটে ৪টি স্পিড কন্ট্রোলের ফিচার আছে। এটি চললে বেশি শব্দও হয়না।

ফ্লিপকার্ট থেকে এটি ৪৯% ছাড়ে ১,৮৯৯ টাকা দিয়ে কেনা যাবে।

২. Crompton Energion HyperJet BLDC Ceiling Fan: এই ফ্যানে রিমোট কন্ট্রোলের সাথে ৩৪০ আরপিএমের একটি হাই স্পিড মোটর আছে যা প্রচণ্ড বাতাস দেয়। তাছাড়া এটি ৩৫ ওয়াট মোটরের সাহায্যে চলে।

দুদিন আগে সামার সেল শেষ হলেও অ্যামাজনে এখন এটি ছাড়ে ২,৪৯৯ টাকায় কেনা যাচ্ছে।

৩. Atomberg Efficio Alpha BLDC Ceiling Fan: রিমোট কন্ট্রোল ফাংশন বিশিষ্ট এই সিলিং ফ্যানটি এলইডি ইন্ডিকেটরের সাথে আসে।

এই ফ্যানটি বর্তমানে অ্যামাজনে দামের ওপর ৪১% ছাড়ে ২,৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

৪. Orient Electric BLDC Ceiling Fan: এতে সাধারণ ফ্যানের চেয়ে কম বিদ্যুৎ খরচ হবে। আবার ইন-বিল্ট ভোল্টেজ স্ট্যাবিলাইজেশনের সুবিধা থাকায় ভোল্টেজ কম থাকলেও ফ্যানের স্পিড নিয়ে সমস্যা হবেনা। শুধু তাই নয়, এর ব্লেডগুলি বড় হওয়ায় পুরো ঘর জুড়ে হাওয়া সহজেই ছড়িয়ে যাবে।

অ্যামাজনে এই ফ্যানটি ৩৬% ছাড়ে ২,৯৪৯ টাকায় কিনতে পারেন।

৫. Emflux Halcyon Lite BLDC Ceiling Fan: এই সাদা রঙের ফ্যানে একাধিক রিমোট কন্ট্রোল ফিচার ফিচার আছে, যার ফলে আপনি এক জায়গায় বসে রিমোট অন, স্লিপ মোড এবং স্পিড বদলের সুবিধা উপভোগ করতে পারেন। এতে আছে একটি এলইডি লাইটও।

ফ্যানটি ফ্লিপকার্ট থেকে এই মুহূর্তে ২,৯৯০ টাকায় কেনা যাবে, এর আসল দাম ৩,৯৯৯ টাকা।

Tags:    

Similar News