বড়ো খবর: আগস্ট থেকে শুরু হচ্ছে BSNL 4G-এর ট্রায়াল, প্রথমে কোন রাজ্যে জেনে নিন
আগামী আগস্ট মাসে কেরলের মোট ৪টি জেলায় 4G ট্রায়াল শুরু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা সংক্ষেপে বিএসএনএল (BSNL)। উল্লেখ্য, ঘোষণা অনুযায়ী এই একই সময়ে সংস্থাটির দেশে নিজস্ব 4G নেটওয়ার্ক রোলআউট করার কথা। অবশ্য সে বিষয়ে এখনই কিছু জোর দিয়ে বলার উপায় নেই। তবে সংবাদ সংস্থা The Hindu -র সৌজন্যে কেরলে তাদের 4G ট্রায়াল চালানোর পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, তিরুবন্তপুরম সহ কান্নুড়, কোঝিকোড় ও এর্নাকুলাম জেলায় শীঘ্রই ট্রায়াল শুরু হবে। সেক্ষেত্রে ডিসেম্বর মাস (২০২২) নাগাদ BSNL সমগ্র কেরালা জুড়ে 4G রোলআউট করতে পারে।
রাজ্যভিত্তিক ধাপে ধাপে 4G রোলআউটের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা
BSNL -এর পরিকল্পনা থেকে এটা পরিষ্কার যে ভবিষ্যতে তারা রাজ্যভিত্তিকভাবে ধাপে ধাপে 4G রোলআউটের প্রস্তুতি নিচ্ছে। তাই সারা ভারতে উন্নত 4G কভারেজ প্রদানের জন্য বিএসএনএলের আরো বাড়তি কিছু সময় প্রয়োজন হতে পারে বলে আমাদের ধারণা। সেক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থার নিজস্ব 4G পরিষেবা ব্যবহারের জন্য উৎসাহী এবং অনুরাগীদের এখনো বছরখানেক অপেক্ষা করতে হবে, যা বহু টেলিকম বিশেষজ্ঞের বক্তব্যেও উঠে এসেছে।
কেরলের চার জেলায় 4G ট্রায়ালের জন্য ৮০০ টাওয়ার ব্যবহার করবে BSNL
এদিকে কেরলের ৪ জেলায় 4G ট্রায়ালের আয়োজন সম্পর্কে বিএসএনএলের কেরল সার্কেলের চীফ জেনারেল ম্যানেজার সি ভি বিনোদ (C.V Vinod) সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে টিসিএস (TCS) অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সহায়তায় তারা স্বদেশী প্রযুক্তি-নির্ভর 4G পরিষেবা সরবরাহে নিজেদের সক্ষমতা যাচাই করে দেখতে চান। সেকারণেই আসন্ন ট্রায়ালের জন্য তারা সর্বমোট ৮০০ টাওয়ার ব্যবহারে সীলমোহর দিয়েছেন। এদের সাহায্যে তারা তুলনায় পিছিয়ে পড়া অঞ্চলে নিজস্ব 4G পরিষেবার জোর বুঝতে পারবেন।
উল্লেখ্য, ভারতের একমাত্র টেলকো হিসেবে BSNL সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি-নির্ভর 4G পরিষেবা নিয়ে আসতে চলেছে। দেশবাসী হিসেবে সংস্থার এই প্রয়াস আমাদের কাছে গর্বের। স্বদেশী প্রযুক্তির উপর নির্ভরশীল উন্নতমানের 4G পরিষেবা প্রদানের ক্ষেত্রে সহযোগী হিসেবে বিএসএনএলের পাশে থেকেছে স্বনামধন্য টিসিএস (TCS) এবং কেন্দ্রীয় সি-ডট (C-DoT)। এজন্য বর্তমানে বহু মানুষ BSNL 4G পরিষেবা চালুর দিকে অধীরভাবে তাকিয়ে রয়েছেন।