চিকিৎসা বিজ্ঞানে নয়া দিশা দেখাচ্ছে Chat GPT, পরীক্ষায় ডাক্তারদের থেকেও ভালো ফলাফল

By :  techgup
Update: 2024-04-20 07:51 GMT

ইন্টারনেট দুনিয়ায় কান পাতলেই এখন ওপেন এআই-এর (Open AI) চ্যাটবট GPT-4-এর চর্চা শুনতে পাওয়া যাবে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ Artificial Intelligence (AI)-এর দৌলাতে এখন জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত এক মুহূর্তে সেরে ফেলতে পারে এই চ্যাট জিপিটি। জটিল অঙ্ক, কোডিং থেকে শুরু করে যে কোনো ল্যাঙ্গুয়েজে যেকোনো টপিকও লিখে দিতে পারে অনায়াসেই। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো নতুন ল্যাঙ্গুয়েজ মডেল GPT-4 এবার চিকিৎসা বিজ্ঞানেও নিজের ছাপ রাখতে চলেছে।

সম্প্রতি কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষকরা একটি মক পরীক্ষার আয়োজন করেন। যেখানে তারা মানব চক্ষু বিশেষজ্ঞদের সাথে তুলনা করতে অন্যান্য এলএলএম-এর সাথে জিপিটি 4-এর ব্যবহারও করেন।

আর এই নতুন গবেষণার পর তারা জানিয়েছেন যে, জিপিটি 4-এর মতো ভাষা মডেল চক্ষুবিদ্যায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ছাপ ফেলতে পারে। তবে এখনো এর মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা এবং ঝুঁকি রয়েছে, যা সমস্যায় ফেলতে পারে মানুষকে।

গবেষণায় দেখা গেছে যে, জিপিটি 4 পরীক্ষায় 87 টি প্রশ্নের মধ্যে 60টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, যা প্রশিক্ষণরত ডাক্তারদের (গড়: 59.7) এবং জুনিয়র ডাক্তারদের (গড়: 37) পারফরম্যান্সকেও ছাপিয়ে গেছে। তবে, অন্যান্য এলএলএম যেমন, পিএএলএম 2 এবং জিপিটি 3.5, জিপিটি 4-এর মতো এতো ভালো পারফর্ম করতে পারেনি।

যদিও, এই ফলাফলের দেখে গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে জিপিটি 4-এর সাথে কাজ করলে ব্যাপক সুবিধা পাওয়া যেতে পারে। তবে, এই মুহূর্তে এটি ব্যবহার করা বেশ ঝুঁকিপূর্ণ।

তারা বলেন এই এলএলএমগুলি হ্যালুসিনেটিং প্রবণ এমন তথ্য তৈরি করে, যা ছানি বা ক্যান্সারের মতো গুরুতর অবস্থার ভুল নির্ণয় করতে পারে। এছাড়াও, এই এলএলএমগুলির অন্তর্নিহিত সূক্ষ্মতার অভাব আরো বিভিন্ন ধরনের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে।

তাই এই মুহূর্তেই এই এলএলএমগুলিকে চিকিৎসা নির্ণয়ের জন্য নির্ভরযোগ্য হাতিয়ার হিসেবে বিবেচনা করা যাবে না। আর এর জন্য আরও অনেক গবেষণা এবং এলএলএমগুলির উন্নয়ন প্রয়োজন। যেহেতু, চিকিৎসকরা এই প্রযুক্তি চিকিৎসা পদ্ধতিতে অন্তর্ভুক্ত হওয়ার আগে সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হতে চান, তাই এই পরিষেবা পাওয়ার জন্য আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

Tags:    

Similar News