Vivo X80, Vivo X80 Pro Plus দুর্দান্ত ফিচার সহ ভারতে আসছে, পেল BIS এর ছাড়পত্র
স্মার্টফোন সংস্থা ভিভোর আসন্ন Vivo X80 সিরিজটি নিয়ে বিগত কয়েক মাস ধরে জল্পনা চলছে। জানা গেছে এই লাইনআপে অন্তর্ভুক্ত থাকবে তিনটি স্মার্টফোন- Vivo X80, Vivo X80 Pro ও Vivo X80 Pro Plus। বিভিন্ন মহল থেকে এই ডিভাইস গুলি সম্পর্কে একাধিক তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি V2144 মডেল নম্বর সহ Vivo X80 বেস মডেলটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে উপস্থিত হয়। এই ডিভাইসটি X80 লাইনআপের বাকি মডেলগুলির সাথে আগামী ২৫ এপ্রিল চীনে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ফোনগুলি ভারতেও আসতে পারে।
কারণ আজ Vivo X80 এবং X80 Pro Plus হ্যান্ডসেট দুটিকে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ডেটাবেসে দেখতে পাওয়া গেছে। এছাড়া Vivo X80 মডেলটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও স্পট করা হয়েছে, যেখান থেকে এর বেশ কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Vivo X80 সিরিজের দুটি স্মার্টফোন পেল BIS- এর সার্টিফিকেশন, বেস মডেলকে দেখা গেল Geekbench-এ
V2144 মডেল নম্বর সহ ভিভো এক্স৮০ এবং V2145 মডেল নম্বর সহ ভিভো এক্স৮০ প্রো প্লাস মডেলদুটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে, যা এই হ্যান্ডসেটগুলির ভারতে আগমনের বিষয়ে ইঙ্গিত দেয়। তবে এই সার্টিফিকেশন থেকে স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য জানতে পারা যায়নি।
অন্যদিকে, ভিভো এক্স৮০-কে V2144 মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসেও দেখা গেছে। এই সাইটের তালিকাটি প্রকাশ করেছে, এই আপকামিং হ্যান্ডসেটে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ প্রসেসরটি থাকবে এবং এটি ১২ জিবি র্যাম সহ আসবে। এর আগে গুগল কনসোলের লিস্টিংটিও একইভাবে নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ৮ জিবি/ ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্ট অফার করবে। এছাড়া, ভিভো এক্স৮০ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।
ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X80 এবং X80 Pro Plus Expected Specifications)
ভিভো এক্স৮০ ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করবে বলে জানা গেছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে।
ফটোগ্রাফির জন্য, Vivo X80-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮৬ প্রাইমারি লেন্স, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২× অপটিক্যাল জুম সহ একটি ১২ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে৷ আবার ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X80-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, Vivo X80 Pro Plus মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কোয়াড-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির এলটিপিও ২.০ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে, Vivo X80 Pro Plus- এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আইএমএক্স৫৯৮ সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন ১ Samsung লেন্স এবং সবশেষে একটি ৫০ মেগাপিক্সেলের জেএন২ সেন্সর সহ একটি কোয়াড-ক্যামেরা সিস্টেম দেখতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে৷ ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থকেবে। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X80 Pro Plus- এ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।