পরিবেশ বাঁচাতে এগিয়ে এল Vodafone Idea, নেওয়া হলো বিভিন্ন উদ্যোগ

By :  SUPARNAMAN
Update: 2022-06-06 17:59 GMT

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা Vodafone Idea বা Vi সদ্য তাদের পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগের কথা জনসমক্ষে এনেছে। চলতি ২০২২ অর্থবর্ষে সংস্থাটি প্রকৃতি (Nature) ও পরিবেশের পক্ষে শুভ এ ধরনের উদ্যোগ গ্রহণ আরও বাড়াবে বলে জানিয়েছে। একই উদ্দেশ্যে ভিআই (Vi) -এর শক্তি ও কার্বন ব্যবহার সংক্রান্ত নীতিতেও পরিবর্তন আনা হয়েছে, যা সন্দেহাতীতভাবে খুবই সময়োপযোগী পদক্ষেপ।

জানিয়ে রাখি, ২০২২ অর্থবর্ষে ইতিমধ্যে Vi ইনডোরের তুলনায় আউটডোর বিটিএস (BTS) -এর ক্ষেত্রে ২৫ শতাংশ কম শক্তি খরচ করেছে। একইসাথে সংস্থা ভবিষ্যতে কার্বন ফুটপ্রিন্ট কমানোর চিন্তা করছে।

তাছাড়া সম্প্রতি ভিআইএল (VIL) অর্থাৎ ভোডাফোন আইডিয়া লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে যে, শক্তির অপব্যয় রুখতে তারা অত্যাধুনিক শক্তি-সাশ্রয়ী প্রযু্ক্তি ব্যবহার করছে। বিশেষত গতবছর ব্যবহৃত তাদের ১০০ শতাংশ টেলিকম ইক্যুইপমেন্ট স্বল্প শক্তিব্যয়কারী টেলিকম হার্ডওয়্যার বলে সংস্থা জানিয়েছে।

দেশের ২,০০০+ সাইটে সৌরশক্তি-নির্ভর প্রযুক্তি ব্যবহার করছে Vi

আজ্ঞে হ্যাঁ, অতিরিক্ত শক্তি খরচ রুখতে Vi ইতিমধ্যে দেশের আনুমানিক ২,৪০০ সাইটে সৌরশক্তি-নির্ভর প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে। এর বাইরে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্র প্রভৃতি একাধিক রাজ্যে এই সংস্থা পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের পথ উন্মুক্ত করেছে। সর্বোপরি ভিআই (Vi) তাদের পুরনো সমস্ত হার্ডওয়্যার আপগ্রেড করতে উদ্যোগী হয়েছে, যা অদূর ভবিষ্যতে সংস্থার শক্তি খরচ আরো কমাতে পারে।

এছাড়া নিজেদের সবুজ উদ্যোগ (Green Initiative) -এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভিআই সদ্য গাছ বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তাই কাগজ-কলমে কমার্শিয়াল অ্যাপ্রুভাল প্রক্রিয়া চালানোর পরিবর্তে সংস্থা সেটিকে অনলাইনে চালান করেছে। এর ফলে প্রায় ৩২,৫০০ এ৪ কাগজ বেঁচেছে, যা আসলে ২৫০ কেজি কাঠের সমতুল্য।

একইসাথে ভিআইয়ের সিএসআর (CSR) সহযোগী ভিআইএফ (VIF) বা ভোডাফোন ইন্ডিয়া ফাউন্ডেশন স্কুলস্তরে সবুজায়নের ভাবনাকে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে। এই উদ্দেশ্যে ৭ই জুন থেকে আগামী পাঁচ সপ্তাহব্যাপী ভিআইএফ (VIF) স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালাবে।

Tags:    

Similar News