পুরো ৩০ দিনের ভ্যালিডিটির Jio প্ল্যানগুলি দেখে নিন, রিচার্জে পাবেন বেশি ফায়দা

By :  SUPARNAMAN
Update: 2022-09-20 07:57 GMT

পুরো মাসের ভ্যালিডিটি সহ আগত প্রিপেইড প্ল্যান খুঁজছেন? তবে এই মুহূর্তে দেশের সর্বপ্রধান টিএসপি (টেলিকম সার্ভিস প্রোভাইডার) Reliance Jio -র ঝুলিতে আপনার জন্য রয়েছে অত্যন্ত নজরকাড়া এক অফার, যা বেছে নিলে আপনি একই মাসে দু'বার মোবাইল রিচার্জের দুশ্চিন্তা থেকে রেহাই পাবেন!

আজ্ঞে হ্যাঁ, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI -এর হুকুম মেনে Reliance Jio চলতি বছরেই আলোচ্য প্ল্যানটি বাজারে আনে। এই প্ল্যান রিচার্জ করলে Jio গ্রাহকেরা ২৮ দিনের পরিবর্তে মাসিক ভ্যালিডিটিতে টেলিকম পরিষেবা উপভোগের সুযোগ পেয়ে যাবেন। মাসের দিনসংখ্যা ৩০ হোক বা ৩১, প্ল্যানটি বেছে নিলে ইউজারকে, একই মাসে দ্বিতীয়বার মোবাইল রিচার্জের দুশ্চিন্তা করতে হবেনা। কেননা Jio'র যে প্ল্যানের কথা আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি, তা প্রতি মাসের একই তারিখে রিচার্জযোগ্য। অর্থাৎ কেউ যদি জুলাই মাসের ৫ তারিখে এই প্ল্যান রিচার্জ করেন তবে তাকে আবার সেই আগস্টের ৫ তারিখেই প্ল্যানটি রিচার্জ করতে হবে। সুতরাং আলোচ্য প্ল্যানের সঙ্গে গ্রাহকের পূর্ণ মাসিক ভ্যালিডিটি প্রাপ্তি যে নিশ্চিত, তা তো এখানেই স্পষ্ট। উল্লেখ্য, কেউ যদি জানুয়ারির ৩০ তারিখ Jio'র এই প্ল্যান রিচার্জ করেন তবে তাকে ফেব্রুয়ারির ২৮ বা ২৯ (লিপ-ইয়ারের ক্ষেত্রে) তারিখেই পুনরায় মোবাইল রিচার্জ করতে হবে।

মাসিক বৈধতার সাথেই দৈনিক ১.৫ জিবি ডেটা খরচের সুযোগ দেবে Jio'র এই প্ল্যান

এতক্ষণ পর্যন্ত আমরা জিও'র যে প্ল্যানের কথা আলোচনা করছি, সেটি ২৫৯ টাকার রিচার্জমূল্যে বাজারে এসেছে। পূর্ণ মাসিক ভ্যালিডিটি সহ আগত এই প্ল্যান রিচার্জের জন্য আগ্রহীরা জিও'র (Jio) অফিসিয়াল ওয়েবসাইট বা MyJio অ্যাপের শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে এর সাথে গ্রাহকেরা একাধিক নজরকাড়া সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। আসুন এব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

২৫৯ টাকার প্ল্যান রিচার্জের ফলে জিও গ্রাহকেরা দৈনিক ১.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সুবিধা লাভ করবেন। সাথেই মিলবে সমস্ত নম্বরে (লোকাল এবং এসটিডি) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ। এখানেই শেষ নয় বরং একইসঙ্গে এই প্ল্যান জিও গ্রাহকদের একাধিক জিও অ্যাপ, যথা, JioTV, JioCloud, JioCinema, JioSecurity ইত্যাদির 'ফ্রি' বা নিঃশুল্ক সাবস্ক্রিপশন প্রদান করবে। ফলে ২৫৯ টাকার প্ল্যান রিচার্জের মাধ্যমে জিও (Jio) গ্রাহকেরা সবদিক দিয়েই বেশ লাভবান হতে পারেন।

এছাড়া Jio-র অন্যান্য ৩০ দিনের প্ল্যানগুলির মূল্য ৩০১ টাকা, ১৮১ টাকা ও ২৪১ টাকা। এই প্ল্যানগুলিতে যথাক্রমে ৫০ জিবি, ৩০ জিবি ও‌ ৪০ জিবি ডেটা পাওয়া যায়।

Tags:    

Similar News