Reliance Jio লঞ্চ করল 198 টাকার নতুন রিচার্জ প্ল্যান, সবচেয়ে সস্তায় পাবেন আনলিমিটেড 5G ডেটা

By :  techgup
Update: 2024-08-20 03:36 GMT

Reliance Jio লঞ্চ করল 198 টাকার নতুন প্রিপেড প্ল্যান, যা সবচেয়ে সস্তায় আনলিমিটেড 5G ডেটা দেবে। উল্লেখ্য সংস্থাটি গত মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল, যারপর গ্রাহকরা কম দামে সীমাহীন 5G ডেটার সুবিধা নিতে পাচ্ছিলেন না। তবে Jio-র 200 টাকার কমে এই নতুন রিচার্জ প্ল্যান ফের গ্রাহকদের মুখে হাসি ফোটাবে।

রিলায়েন্স জিও গ্রাহকরা জুলাই পর্যন্ত 239 টাকা বা তার বেশি দামের প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা পাচ্ছিল। তবে জুলাই মাসে দাম বাড়ার পরে, গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা পেতে কমপক্ষে 349 টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করতে হচ্ছিল। তবে এখন কেবল 198 টাকায় এই সুবিধা পাওয়া যাবে।

198 টাকার Reliance Jio রিচার্জ প্ল্যান

জিও ব্যবহারকারীরা এখন মাত্র 198 টাকার রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাচ্ছেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। এখানে গ্রাহকরা রোজ 2 জিবি ইন্টারনেট ডেটার সুবিধা পাবেন। আবার এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি, প্রতিদিন 100টি এসএমএস দেওয়া হচ্ছে।

এছাড়া বাকি প্ল্যানগুলির মতো, Jio-র এই প্ল্যানেও সংস্থার নিজস্ব অ্যাপগুলি বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাওয়া যায়, যার মধ্যে আছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড ইত্যাদি।

আর Jio-র এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড 5G ডেটা দেওয়া হচ্ছে। যেসব অঞ্চলে Jio 5G পরিষেবা উপলব্ধ, সেখানকার গ্রাহকরা এই সুবিধা পাবেন। তবে এরজন্য একটি 5G স্মার্টফোন দরকার।

Tags:    

Similar News