Jio-র থেকে ১০১ টাকা সস্তায় এই সংস্থা দিচ্ছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ কল ও রোজ ২ জিবি ডেটা
Reliance Jio ও Vodafone Idea উভয় টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অফার করে। তবে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করার ক্ষেত্রে জিও-কে কড়া টক্কর দিচ্ছে ভোডাফোন-আইডিয়া। কারণ Jio-র ১২৯৯ টাকার প্রিপেড প্ল্যানের সাথে যেখানে নেটফ্লিক্স দেখার সুবিধা পাওয়া যায়, ভোডাফোন-আইডিয়া সেখানে এই একই সুবিধা ১১৯৮ টাকার প্ল্যানে দিয়ে থাকে। আসুন এই দুই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভোডাফোন-আইডিয়ার ১১৯৮ টাকার প্ল্যান
ভোডাফোন-আইডিয়ার এই প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। সাথে রয়েছে বিঞ্জ অল নাইট বেনিফিট। যেখানে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে।
ভোডাফোন-আইডিয়ার ১১৯৮ টাকার প্ল্যানে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। আবার ৭০ দিনের জন্য নেটফ্লিক্স (টিভি + মোবাইল) বিনামূল্যে দেখা যাবে।
রিলায়েন্স জিও-র ১২৯৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা অফার করা হয়। সাথে রয়েছে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ। আর প্রতিদিন ১০০টি ফ এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে।
জিও-র এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে নেটফ্লিক্স (মোবাইল) সাবস্ক্রিপশনও দেওয়া হয়। সাথে পাওয়া যায় বিনামূল্যে জিও টিভি এবং জিও সিনেমার দেখার সুবিধা।