মাত্র 99 টাকায় কলিং ও ডেটা বেনিফিট, Vodafone Idea -র কাছে কুপোকাত Airtel, Jio

By :  techgup
Update: 2023-01-31 06:56 GMT

আপনি যদি Vodafone Idea বা Vi-এর গ্রাহক হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে সম্প্রতি সংস্থাটি ঘোষণা করেছে যে, এই চরম মূল্যবৃদ্ধির যুগেও ইউজাররা ন্যূনতম মাত্র ৯৯ টাকা খরচ করলেই মাসিক মোবাইল রিচার্জ করতে সক্ষম হবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, হালফিলে Vi-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Airtel একাধিক সার্কেলে তাদের সবচেয়ে সস্তা ৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। এর ফলে কর্ণাটক, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার, নর্থ ইস্ট সার্কেল, হরিয়ানা এবং ওড়িশায় ন্যূনতম Airtel রিচার্জ প্ল্যানের দাম এখন ১৫৫ টাকা। ফলে চলতি সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিটির গ্রাহকদের পকেটের ওপর যে বেশ ভালোরকম চাপের সৃষ্টি হয়েছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এমত পরিস্থিতিতে ১০০ টাকারও কম খরচে মাসিক মোবাইল রিচার্জ করতে পেরে Vodafone Idea-র ইউজাররা যে যারপরনাই আনন্দিত হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

Vodafone Idea-র ৯৯ টাকার প্ল্যানের বিশদ বিবরণ

ভোডাফোন আইডিয়ার ৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এতে ৯৯ টাকার ফুল টকটাইম এবং ২০০ এমবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। উল্লেখ্য, ব্যবহারকারীরা এই প্ল্যানের সাথে কোনো আউটগোয়িং এসএমএস পরিষেবা পাবেন না। এছাড়া, লোকাল এবং ন্যাশনাল কলের ক্ষেত্রে গ্রাহকদেরকে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা করে চার্জ দিতে হবে।

২৮ দিনের জন্য বিনামূল্যে পাওয়া যাবে ৫ জিবি ডেটা

ভিআই সম্প্রতি একটি নতুন অফার নিয়ে এসেছে, যার দৌলতে ভারতে সংস্থার ব্যবহারকারীরা ৫ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা পেতে সক্ষম হবেন। কোম্পানির ভিআই অ্যাপ ব্যবহার করে প্রিপেইড নম্বর রিচার্জ করার ক্ষেত্রে এই এক্সক্লুসিভ অফারটি ৭ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে। তবে এক্ষেত্রে বলে রাখি, যারা ভিআই অ্যাপ মারফত ২৯৯ টাকার বেশি রিচার্জ করবেন, কেবল তারাই ৫ জিবি অতিরিক্ত ডেটা পাবেন। আবার, যদি ইউজাররা ১৯৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করেন, তাহলে সেক্ষেত্রে তারা ২ জিবি অতিরিক্ত ডেটা পেতে সক্ষম হবেন। উল্লেখ্য, ভিআই কর্তৃক প্রদত্ত ডেটা কেবল ২৮ দিনের জন্য বৈধ থাকবে।

একটি সিঙ্গেল রিচার্জের জন্য এখন Airtel গ্রাহকদেরকে অতিরিক্ত ৫৬ টাকা ব্যয় করতে হবে

আগেই বলেছি যে, এখন মাসিক রিচার্জের ক্ষেত্রে Airtel গ্রাহকদেরকে ৯৯ টাকার পরিবর্তে ন্যূনতম ১৫৫ টাকা খরচ করতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ৯৯ টাকার যে রিচার্জ প্ল্যানটি সংস্থাটি হালফিলে বন্ধ করে দিয়েছে, তাতে মাত্র ২০০ এমবি ডেটা পাওয়া যেতো এবং কলিংয়ের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা করে চার্জ দিতে হতো ব্যবহারকারীদের। তবে বর্তমানে সংস্থার ১৫৫ টাকার প্রিপেইড প্ল্যানে ২৪ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, মোট ১ জিবি ডেটা এবং মোট ৩০০ টি এসএমএস খরচের সুযোগ মিলবে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানে রয়েছে ফ্রি Hello Tunes এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।

Tags:    

Similar News