iQOO 10 Pro পিছনে ফেলবে সব ফোনকে, থাকবে 200W ওয়্যার্ড ও 65W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট

এই ব্যস্ততার যুগে স্মার্টফোনের দ্রুত চার্জিং গতি ব্যবহাকারীদের অন্যতম চাহিদা হয়ে উঠেছে। তাই স্মার্টফোন সংস্থাগুলিও তাদের চার্জিং প্রযুক্তিকে উন্নততর করার লক্ষ্যে নিয়োজিত রয়েছে। এর ব্যতিক্রম নয় জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ভিভো (Vivo)-ও। বিগত কয়েক বছর ধরেই সংস্থাটি তাদের ফোনের চার্জিং গতি বাড়ানোর দিকে আরও বেশি মনোযোগী হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভিভোর সহযোগী ব্র্যান্ড, আইকো তাদের iQOO 9 সিরিজটি লঞ্চ করেছে এবং এই লাইনআপের হ্যান্ডসেটগুলিতে ১২০ ওয়াট দ্রুত চার্জিং গতি সাপোর্ট করে এবং ফোনগুলি মাত্র ১৮ মিনিটের মধ্যে শূন্য থেকে ১০০% পর্যন্ত চার্জ সম্পূর্ণ হয়। কিন্তু মনে করা হচ্ছে ১২০ ওয়াটে চার্জিং স্পিডেই থেমে থাকবে না সংস্থা। এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, আসন্ন iQOO 10 Pro ২০০ ওয়াট ওয়্যার্ড এবং ৬৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

iQOO 10 Pro-এ এবার দ্রুততম চার্জিং প্রযুক্তি

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি সাম্প্রতিক পোস্টে আসন্ন আইকো ফ্ল্যাগশিপ ফোনের চার্জিং গতি সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য শেয়ার করেছেন। টিপস্টার জানিয়েছেন, আইকো ১০ প্রো-এ ২০০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং V200100L0B0-CN মডেল নম্বর সহ 20V/10A সাপোর্ট যুক্ত একটি চার্জিং অ্যাডাপ্টার থাকবে।

এছাড়াও, টিপস্টার আরও জানিয়েছেন যে, হ্যান্ডসেটটিতে ৬৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। সব মিলিয়ে নতুন আইকো ১০ প্রো-এ ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং গতি সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে। এর আগেই উল্লেখ করা হয়েছে, এর পূর্বসূরিটি ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ এসেছে।

প্রসঙ্গত, iQOO 10 Pro-এর ব্যাটারির ক্ষমতা এখনও জানা যায়নি, তবে আশা করা যায় এটি ৪,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন হবে, যা প্রায় ১০-১২ মিনিটের মধ্যে ১০০% চার্জ পূর্ণ করবে। তবে এই ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘমেয়াদি হবে বলে মনে হয় না, কেননা পূর্ব অভিজ্ঞতা বলে, অধিকাংশ ক্ষেত্রেই ফাস্ট চার্জিংফোনের ব্যাটারি একটি গোটা দিন পূর্ণ হওয়ার আগেই ফুরিয়ে যায়। এছাড়াও, হ্যান্ডসেটের সাথে একটি বিশেষভাবে বড় চার্জিং অ্যাডাপ্টার থাকবে বলে আশা করা যায়৷

উল্লেখ্য, এখন যেহেতু স্মার্টফোন ব্র্যান্ডগুলির দৌলতে স্মার্টফোনে সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তি স্বাভাবিক হয়ে উঠেছে, তবে এটি কতটা নিরাপদ তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। ফাস্ট চার্জিং প্রযুক্তির ফলে ডিভাইসগুলি প্রায়শই অতিরিক্ত গরম হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবেই এর কারণে অন্যান্য বিপদের আশঙ্কাও এড়ানো যায় না। এমনকি যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়িত হওয়া সত্ত্বেও, ঝুঁকি এখনও রয়ে গেছে।