Instagram ব্যবহারকারীদের জন্য সুখবর, স্টোরিজে শেয়ার করতে পারবেন অন্যের প্রোফাইল

Avatar

Published on:

Instagram Users Able to Share Profiles Directly in Stories

Instagram স্টোরিজ (Stories) ফিচারের সুবিধা আরও বাড়াতে চলেছে। এবার থেকে ব্যবহারকারীরা তাদের স্টোরিজে অন্যের প্রোফাইল শেয়ার করতে পারবে। জনপ্রিয় টিপস্টার Alessandro Paluzzi এই আসন্ন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। আসুন Instagram এর এই নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Instagram ব্যবহারকারীরা সরাসরি স্টোরিজের মাধ্যমে অন্যের প্রোফাইল শেয়ার করতে পারবে

ইনস্টাগ্রামের নতুন ফিচারের দৌলতে ব্যবহারকারীরা এবার থেকে তাদের প্রিয় কনটেন্ট ক্রিয়েটরের, বন্ধুর, পরিবারের বা তার অন্য অ্যাকাউন্ট শেয়ার করতে পারবে। টিপস্টার বলেছেন মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি তাদের স্টোরিজ ফিচারকে আরও আকর্ষণীয় করতে কাজ করছে। আর তারই একটি প্রচেষ্টা হিসেবে স্টোরিজের মাধ্যমে প্রোফাইল শেয়ার করার সুযোগ দেওয়া হবে।

কোনো ইনস্টাগ্রাম ব্যবহারকারী কারো প্রোফাইল শেয়ার করলে, তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের নাম, বায়ো, প্রথম তিনটি পোস্ট দেখতে পাবে। এরজন্য শেয়ার করা প্রোফাইলে ঢোকার দরকার নেই। অর্থাৎ, প্রোফাইলে না ঢুকেই একটি ধারণা পাওয়া যাবে।

এছাড়া কারো প্রোফাইল শেয়ার করলে, একটি ‘ভিউ প্রোফাইল’ বাটন দেখা যাবে। যেখানে ক্লিক করলে সহজেই শেয়ার করা প্রোফাইলে যাওয়া যাবে। এরফলে অন্যের প্রোফাইল আরও বেশি মানুষের মধ্যে পরিচিতি লাভ করবে।

সঙ্গে থাকুন ➥