সুরক্ষা বাড়াচ্ছে WhatsApp, প্রতিটি চ্যাট ব্যাকআপে থাকবে পার্সওয়ার্ড প্রটেকশন

Avatar

Published on:

WhatsApp তাদের ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে যার মাধ্যমে তাদের চ্যাটের সিকিউরিটি আরো বেশি বেড়ে যাবে। আপাতত এই ফিচারটি বিটা ভার্সন এর জন্য নিয়ে আসা হবে। হোয়াটসঅ্যাপ বিটা ইনফো দ্বারা প্রকাশ করা একটি স্ক্রিনশটে দেখা গিয়েছে নতুন দুটি ফিচারের কথা, যেগুলি আর কিছুদিনের মধ্যেই জনগণের জন্য লঞ্চ করা হবে।

শেষ বিটা আপডেট ২.২০.১১৭-এ এই নতুন দুটি ফিচার দেখা গিয়েছে, যেগুলির নাম ‘প্রোটেক্ট ব্যাকআপ’ এবং ‘অ্যাডভান্সড সার্চ’। প্রোটেক্ট ব্যাকআপ ফিচারটির মাধ্যমে এখন আপনারা চ্যাটের ব্যাকআপ যেগুলি গুগল ড্রাইভে সেভ থাকে, সেগুলিতে পাসওয়ার্ড দিতে পারেন। সেই পাসওয়ার্ড ন্যূনতম ৮ অক্ষরের হতে হবে এবং ব্যাকআপ করার সময় এই পাসওয়ার্ড মনে রাখা অত্যন্ত জরুরি।

WhatsApp বিটা ইনফোর দাবী, এই পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের কোথাও সেভ করা থাকবে না। ইতিমধ্যেই আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি লঞ্চ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে অ্যাডভান্সড সার্চ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি নিজের হোমস্ক্রীনের থেকে ফটো, ভিডিও, জিআইএফ জাতীয় মিডিয়া ফাইল সার্চ করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥