গেমিংয়ের জন্য সেরা ইয়ারফোন, মাত্র ১১৯৯ টাকায় লঞ্চ হল boAt Immortal 150
ভারতে আত্মপ্রকাশ করল দেশীয় সংস্থা boAt-র নতুন boAt Immortal 150 ইয়ারবাড। গেমপ্রেমীদের জন্য তৈরি এই ইয়ারফোনটি Immortal গেমিং লাইনআপের চতুর্থ সংস্করণ। এর আগে বাজারে এসেছে এই সিরিজের Immortal 121 ইয়ারবাড, Immortal 700 ওয়্যার্ড হেডফোন এবং Immortal IM1300 ওয়্যারলেস গেমিং হেডসেট। নতুন এই ইয়ারফোনে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার, ৪০ এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ইয়ারফোনটি টানা ১০ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Immortal 150 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
boAt Immortal 150-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে boAt Immortal 150 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,১৯৯ টাকা। এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে। আর ইয়ারফোনটি ক্রেতারা পাবেন ব্ল্যাক স্যাবার এবং হোয়াইট স্যাবার কালার অপশনে।
boAt Immortal 150-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত boAt Immortal 150 গেমিং ইয়ারফোনটি এর্গোনমিক ডিজাইনে এসেছে। তাই গেমিংয়ের সময় দীর্ঘক্ষণ এটি কানে পরে থাকলেও কোনো অস্বাচ্ছন্দ্যতা অনুভব করবেন না ব্যবহারকারী। তাছাড়া এর ইয়ারবাডে রয়েছে ইনলাইন রিমোট কন্ট্রোল, যার মাধ্যমে ভলিউম, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল ও কল ম্যানেজমেন্ট করা সম্ভব।
অন্যদিকে, গভীর বেস প্রদান করার জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডায়নামিক ড্রাইভার। তার সাথে স্বচ্ছ অডিও উৎপন্ন করার জন্য থাকছে ইএনসি মাইক, যা বাইরের নয়েজ এড়াতে সক্ষম। এমনকি এই অডিও ডিভাইসের মাধ্যমে গেমিং সেশন চলাকালীন ব্যবহারকারী পরিষ্কার আওয়াজ শুনতে পাবেন। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে থাকছে দীর্ঘ ব্যাটারি লাইফ। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ১০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ১৮০ মিনিট ধরে গেম খেলার সুযোগ দেবে।
এখানেই শেষ নয়! boAt Immortal 150 ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং ওয়েক অ্যান্ড পেয়ার ফিচার। তাই কয়েক মুহূর্তের মধ্যেই ইয়ারফোনটি নিকটবর্তী স্মার্টফোনের সাথে যুক্ত হতে পারবে। তদুপরি হেয়ারেবলটিতে ৪০ এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড উপলব্ধ। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।