Realme DIZO Watch R নতুন বছরের শুরুতেই ভারতে আসছে, ফাঁস হল বক্সের ছবি

চলতি বছরের জুলাই মাসে Realme তাদের টেকলাইফ ব্র্যান্ড, Dizo কে বাজারে নিয়ে আসে। এই ব্র্যান্ডের অধীনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে একাধিক ডিভাইস, যার মধ্যে রয়েছে ওয়্যারলেস ইয়ারবাড, ফিচার ফোন, স্মার্টওয়াচ, হেয়ার ড্রায়ার, এমনকি বিয়ারড ট্রিমারও। এবার রিয়েলমি তার সাব ব্র্যান্ড ডিজোর অধীনে একটি বাজেট রেঞ্জের স্মার্টওয়াচ আনার পরিকল্পনা করছে, যার নাম Realme DIZO Watch R। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা, টুইটারে নয়া এই স্মার্টওয়াচটি সম্পর্কে কিছু তথ্য ফাঁস করেছে। তার মতে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই Realme DIZO Watch R এবং এটি সর্বপ্রথম ভারতেই লঞ্চ হবে।

মুকুল তার টুইটের সাথে নতুন এই স্মার্টওয়াচটির প্যাকিং বক্সের একটি ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, আসন্ন স্মার্টওয়াচটি সার্কুলার ডায়ালের সাথে আসছে, যার কালার রোজ গোল্ড অথবা মিস্টিক ব্রোঞ্চ হতে পারে। প্রকাশিত স্মার্টওয়াচের বক্সটি ইঙ্গিত দেয়, এটি রিয়েলমির টেকলাইফ ফ্যামিলির এলওটি প্রোডাক্ট।

টিপস্টারের তথ্য অনুযায়ী, DIZO Watch R-এ দেওয়া হতে পারে ১.৩ ইঞ্চি ডিসপ্লে। মুকুল আরও বলেছেন, আগামী বছরের জানুয়ারি মাসে নয়া স্মার্টওয়াচটি লঞ্চ হতে পারে। এরই সাথে আসতে পারে DIZO Watch 2 Special Sports Edition। এটি DIZO Watch 2 এর স্পেশাল এডিশন হবে।

কয়েক মাস আগে আসা ডিজো ওয়াচ ২-এ আছে ১.৬৯ ইঞ্চির স্ক্রিন। SpO2 সেন্সরযুক্ত এই স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, স্লিপ ট্রাকিং ফিচার উপস্থিত। এছাড়া এর সাহায্যে মিউজিক কন্ট্রোল করা যাবে এবং এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে। ডিজো ওয়াচ ২ এসেছে ১৫টি স্পোর্টস মোড ও ১০ দিনের ব্যাটারি লাইফ সহ।