বাজারে আসছে নোকিয়ার প্রথম 5G ফোন Nokia 8.3, দেখা মিললো অ্যামাজন সাইটে

গত মার্চে এইচএমডি গ্লোবাল তাদের প্রথম ফোন 5G Nokia 8.3 কে সামনে এনেছিল। তবে ফোনটিকে কোম্পানি কোনো দেশে লঞ্চ করেনি। কিন্তু এবার কোম্পানি ইউরোপের মার্কেটে এই ফোনটিকে নিয়ে আসছে। আসা করা যায় নোকিয়া ৮.৩ ৫জি ফোনটি শীঘ্রই ভারতে আসবে। সম্প্রতি এই ফোনকে জার্মানির Amazon সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বলাই চলে শীঘ্রই এই ফোন বাজারে আসবে।

Nokia 8.3 5G দাম ও স্পেসিফিকেশন :

নোকিয়া ৮.৩ ৫জি ফোনটি কে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে সামনে আনা হয়েছিল। যার ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম প্রায় ৪০,০০০ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ৫৩,০০০ টাকা। তবে ভারতে প্রতিযোগিতা বেশি থাকার কারণে এই ফোনকে আরও কম দামে লঞ্চ করা হতে পারে।

নোকিয়া ৮.৩ ফোনে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে। এতে পাবেন ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনের কালার হল পোলার নাইট।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও আছে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনে পাবেন ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *