Tata Sky এর চ্যানেল প্যাকের দাম বাড়ল, পরবর্তী রিচার্জের সময় গুনতে হবে চড়ামূল্য

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এদেশে স্যাটেলাইট টিভি পরিষেবা সরবরাহ করে আসছে Tata Sky (টাটা স্কাই)। টাটা গ্রুপ এবং ওয়াল্ট ডিজনি দ্বারা পরিচালিত এই Tata Sky, ভারতের শীর্ষস্থানীয় ডাইরেক্ট টু-হোম (DTH) অপারেটরও বটে। দুর্দান্ত পরিষেবা ও সস্তার চ্যানেল প্যাকের কারণে কোম্পানি এত জনপ্রিয়তা পেয়েছে বলে অনুমান করা হয়। কিন্তু বর্তমানে টাটা স্কাইয়ের পরিষেবা শর্তাবলীতে পরিবর্তনের কারণে, কিছু চ্যানেল প্যাকের খরচা খানিকটা ব্যয়বহুল হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি গতপরশু অর্থাৎ ২৫শে জুন থেকে নিজের পরিষেবায় বদল এনেছে, যার জেরে পুরনো চ্যানেল প্যাকগুলি বন্ধ হয়ে যাবে এবং ইউজারদের ‘নিয়ারেস্ট ফিট’ প্যাকের জন্য আরো বেশি অর্থ ব্যয় করতে হবে।

চ্যানেল প্যাক বন্ধ হলেও Tata Sky গ্রাহকরা দেখতে পাবেন পুরনো সমস্ত চ্যানেল:

সূত্র অনুসারে, টাটা স্কাই, তার ইউজারদের পুরনো চ্যানেল প্যাকগুলি থেকে ‘নিয়ারেস্ট ফিট’ প্যাকগুলিতে স্থানান্তরিত করবে। এতে Hindi Basic, Hindi Basic HD, Hindi Basic HD 2 MH, Family Sports HD New, Family Kids Sports MH New ইত্যাদি চ্যানেল প্যাক প্রভাবিত হবে। তবে এই সমস্ত প্যাক ইউজাররা আগের মতই সমস্ত চ্যানেল দেখতে পাবেন। অর্থাৎ তারা যে সুবিধা এবং পরিষেবাদি গ্রহণ করছিলেন তাতে কোনও পরিবর্তন হবে না।

তবে নিকটতম ফিট প্যাকের জন্য কিছুটা দাম বেশি পড়বে। টাকার অঙ্কে খুব বড় পরিবর্তন হবে এমন না, তবে এই মূল্যবৃদ্ধি উপেক্ষাও করা যাবে না। যেমন, ৩৪৩.৯০ টাকা ‘Bengali Hindi Music’ প্যাকটি এখন বন্ধ হয়ে যাবে এবং এই প্যাকটির সাবস্ক্রাইবারদের ‘Bengali Hindi Basic’ প্যাকে স্থানান্তরিত করা হবে, যার দাম পড়বে ৩৪৯.৮৭ টাকা।

এক্ষেত্রে নতুন চ্যানেল প্যাকের সাথে চ্যানেলের সংখ্যাও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। উদাহরনস্বরূপ বলা যায়, এখন ‘Bengali Hindi Music’ প্যাকের গ্রাহকরা ৭২টি চ্যানেলের বদলে ‘Bengali Hindi Basic’ প্যাকে ৭৩টি চ্যানেল পাবেন। ফলে অনেকেই এই মূল্য বৃদ্ধিতে হয়তো চিন্তিত হবেন না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন