প্রথমবার Kawasaki Versys X 300 দেখা গেল দেশে, থাকবে নিনজা বাইকের বাহুবলী ইঞ্জিন

Avatar

Published on:

Kawasaki versys x 300 spotted testing in india for the first time launch soon

অ্যাডভেঞ্চার টুরার মোটরসাইকেলের প্রতি ভারতীয় বাইকপ্রেমীদের আকর্ষণ ক্রমশ তীব্রতর হচ্ছে। বিশ্ব বাজারে এই সেগমেন্টে জনপ্রিয় মডেলগুলির মধ্যে অঅন্যতম Kawasaki Versys X 300। এটি ভারতে আসতে চলেছে বলে বিগত কয়েক মাস ধরেই জল্পনা শোনা যাচ্ছে। লঞ্চের জন্য অসংখ্য রাইডার অধীর আগ্রহে অপেক্ষারত। এবারে ভারতে বাইকটির প্রথমবার টেস্টিং চালাতে দেখা গেল। এ থেকে বলা যায় যে, Versys X 300 এই বছরের মধ্যেই ভারতে উন্মোচিত হতে পারে।

ভারতে Kawasaki Versys X 300-এর টেস্টিং শুরু

Kawasaki Versys X 300-কে দেখে এর ডিজাইন এবং বডিওয়ার্ক সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে। সর্বাধিক আকর্ষণের মধ্যে এতে রয়েছে সিঙ্গেল পড হেডলাইট এবং এর সাথে সংযুক্ত ট্রান্সপারেন্ট ভাইজর। যা লুকসে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া রয়েছে দীর্ঘ ট্যাঙ্ক এক্সটেনশন। এটি বাইকের রেডিয়েটর গার্ডকে আচ্ছাদিত করে রাখবে।

Versys X 300 নিয়ে কাওয়াসাকির পরিকল্পনা, এতে থাকবে ২৯৬ সিসি, প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা Ninja 300 স্পোর্টস বাইকেও বর্তমান। এটি থেকে সর্বোচ্চ ৩৯ বিএইচপি ক্ষমতা এবং ২৬ এনএম টর্ক পাওয়া যায়। গিয়ারের সংখ্যা হবে ছয়টি। তবে এটি কবে লঞ্চ হচ্ছে, সেই প্রসঙ্গে নির্দিষ্টভাবে কিছু জানায়নি কোম্পানি।

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে Kawasaki Versys X 300-এ বাল্ব ইলুমিনেশন থ্রুআউট, ডুয়েল চ্যানেল এবিএস এবং সাইড স্ট্যান্ড কাট-অফ সেন্সর অফার করা হতে পারে। হার্ডওয়্যার হিসেবে এতে থাকছে, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দু’চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে। টিউব টায়ারের সাথে স্পোক হুইলে ছুটবে বাইকটি। দাম ৫ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে।

সঙ্গে থাকুন ➥