মাদারবোর্ডের দামে পাঁচটা ফোনের সমান! শাওমির এই ফোন সারাতে খরচ কত জানেন

Xiaomi 14 সিরিজ চীনের পর বিশ্ববাজারে তাড়াতাড়ি লঞ্চ হবে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। সেলের প্রথম দিন মাত্র পাঁচ মিনিটেই Xiaomi 13-এর তুলনায় Xiaomi 14 সিরিজের বিক্রি ছয়গুণ বেড়েছে। ফলে জনপ্রিয়তা কতটা, তার আভাস পাওয়া যায়। কোম্পানি এখন ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে সিরিজটির প্রতিটি মডেলের মেরামতের জন্য খুচরো যন্ত্রাংশ কিনতে আলাদাভাবে কত খরচ হতে পারে, তা জানিয়েছে।

ওয়ারেন্টির বাইরে Xiaomi 14 সিরিজের স্পেয়ার পার্টের মূল্য

Xiaomi 14:

  • স্ক্রিন: ৬৩০ ইউয়ান (প্রায় ৭,৩৩৫ টাকা)
  • মাদারবোর্ড: ২,৩১০ ইউয়ান (প্রায় ২৬,৪১৫ টাকা) /১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ মডেলের জন্য ২,৭১০ ইউয়ান (প্রায় ৩০,৯৮৫ টাকা)
  • রিয়ার ক্যামেরা (টেলিফটো): ১১৫ ইউয়ান (প্রায় ১,৩১৫ টাকা)
  • ব্যাটারি: ১১৯ ইউয়ান (প্রায় ১,৩৬০ টাকা)
  • ব্যাটারি কভার: ১২০ ইউয়ান (প্রায় ১,৩৭২)

Xiaomi 14 Pro:

  • স্ক্রিন: ১,০০০ ইউয়ান (প্রায় ১১,৪৩৫ টাকা)
  • মাদারবোর্ড: ২,৪২০ ইউয়ান (প্রায় ২৭,৬৭৩ টাকা)
  • রিয়ার ক্যামেরা (প্রধান ক্যামেরা): ৪২০ ইউয়ান (প্রায় ৪,৮০৩ টাকা)
  • ব্যাটারি: ১১৯ ইউয়ান (প্রায় ১,৩৬০ টাকা)
  • ব্যাটারি কভার: ১৭০ ইউয়ান (প্রায় ১,৯৪৪ টাকা)

Xiaomi 14 Pro Titanium Edition:

  • স্ক্রিন: ১,৬১০ ইউয়ান (প্রায় ১৮,৪১১ টাকা)
  • মাদারবোর্ড: ২,৭১০ ইউয়ান (প্রায় ৩০,৯৯০ টাকা)
  • রিয়ার ক্যামেরা (প্রধান ক্যামেরা): ৪২০ ইউয়ান (প্রায় ৪,৮০৩ টাকা)
  • ব্যাটারি: ১১৯ ইউয়ান (প্রায় ১,৩৬০ টাকা)
  • ব্যাটারি কভার: ৩০০ ইউয়ান (প্রায় ৩,৪৩০ টাকা)

উল্লেখযোগ্যভাবে, Xiaomi 14 Pro Titanium Edition-এর স্ক্রিন এবং ব্যাটারি কভারের দাম স্বাভাবিক কারণেই রেগুলার Xiaomi 14 Pro মডেলের চেয়ে বেশি, কারণ এতে একটি টাইটানিয়াম মিডল ফ্রেম রয়েছে এবং শাওমির ড্রাগন ক্রিস্টাল গ্লাস দ্বারা নির্মিত।

তবে মনে রাখবেন যে, এই দাম কেবলমাত্র ওয়ারেন্টির আওতার বাইরে থাকা ফোন মেরামতের জন্য। যে কোনও ইউজারই Xiaomi 14 সিরিজ যতদিন ওয়ারেন্টির অধীনে থাকবে, ততদিন বিনামূল্যে বা ন্যূনতম খরচে মেরামত করতে পারবেন। গ্লোবাল মার্কেটের ক্ষেত্রেও স্পেয়ার পার্টসের দাম উনিশ-বিশ হতে পারে।