সাধারণ টিভি হবে স্মার্ট, শাওমি লঞ্চ করলো Mi Box 4S

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi আজ ঘরেলু মার্কেটে লঞ্চ করলো Mi Box 4S। গতকালই কোম্পানি জানিয়েছিল তারা আজ এই স্মার্ট ডিভাইসটি লঞ্চ করবে। এই প্রোডাক্টটি সাধারণ টিভিকে স্মার্ট টিভি তে পরিণত করবে। এই ডিভাইসটি আসলে ২০১৮ সালে লঞ্চ হওয়া Mi Box 4 এর রিব্র্যান্ডেড ভার্সন। এটি অ্যান্ড্রয়েড মার্সম্যালো ৬ সিস্টেম, ডিটিএস সাউন্ড, ৬৪ বিট কোয়াড কোর চিপসেট ও 4K রেজুলেশন ভিডিও সাপোর্ট সহ এসেছে।

Mi Box 4S এর দাম

মি বক্স ৪এস এর দাম ২৮৯ ইউয়ান, যা প্রায় ৩,২০০ টাকার সমান। এটি চীনে কেবল সাদা রঙে পাওয়া যাবে। তবে অন্যান্য মার্কেটে এটি আরও কিছু রঙে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানির তরফে একে অন্যান্য মার্কেটে কবে লঞ্চ করা হবে তা জানানো হয়নি।

Mi Box 4S এর স্পেসিফিকেশন, ফিচার

মি বক্স ৪এস চীনে PatchWall ইউআই সহ অ্যান্ড্রয়েড মার্সম্যালো ৬ সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। যদিও ভারত বা অন্যান্য মার্কেটে লঞ্চ হলে এতে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম থাকবে। এতে ৬৪ বিট কোয়াড কোর অ্যামলজিক এস৯০৫এক্স চিপসেট আছে। সাথে দেওয়া হয়েছে মালি ৪৬০ জিপিইউ। এতে আছে ২ জিবি র‌্যাম ও ৮ জিবি স্টোরেজ।

Mi Box 4S এ পাবেন ৬০ এফপিএস এ 4K ভিডিও প্লেব্যাক সাপোর্ট। এছাড়াও আছে এইচডিআর, ডলবি অডিও, ডিটিএস সাউন্ড। এর রিমোট কন্ট্রোলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রোফোন আছে। কানেক্টিভিটির জন্য এতে আছে ওয়াইফাই ৫, ব্লুটুথ ৪.৩, একটি এইচডিএমআই ২.০ পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট ও ৩.৫ হেডফোন জ্যাক। এটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে পরিণত করবে।