Apple Macbook কেনার স্বপ্ন সত্যি হবে, Chromebook কে টেক্কা দিতে 30 হাজার টাকার কমে আসছে নতুন মডেল?

সাশ্রয়ী মূল্যের এই Apple MacBooks ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে

Apple এর MacBook ব্যবহারের ইচ্ছা সকলের থাকলেও, সামর্থ্যে কুলোয় না অনেকেরই। তবে আগামী বছরের মধ্যে হয়তো লোকের হাতে-হাতে ম্যাকবুক দেখা যাবে। ভাবছেন কিভাবে এমনটা সম্ভব হবে? আসলে ডিজিটাইমস (DigiTimes) তাদের একটি লেটেস্ট রিপোর্টে দাবি করেছে যে, Apple আগামী বছরে Google -এর Chromebooks সহ বাজারে বিদ্যমান অন্যান্য এন্ট্রি-লেভেল উইন্ডোজ ল্যাপটপকে কড়া টক্কর দিতে কম দামি ল্যাপটপ লঞ্চ করার পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে, সাশ্রয়ী মূল্যের এই MacBook ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে আসবে। জানিয়ে রাখি, বর্তমানে Apple -এর পোর্টফোলিওতে ৮০,০০০ টাকা বা তার বেশি দামের ল্যাপটপ তালিকাভুক্ত আছে।

যেখানে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজনে (Amazon) বিক্রি হওয়া গুগলের বেশিরভাগ ক্রোমবুকের দাম ৩০,০০০ টাকার কম। এছাড়াও এমন অনেক ব্র্যান্ড আছে, যারা মিড-রেঞ্জ স্মার্টফোনের দামে উইন্ডোজ ল্যাপটপ লঞ্চ করেছে। এবার প্রশ্ন হল, যদি Apple এই ধরণের সস্তার ল্যাপটপের সাথে প্রতিযোগিতায় নামতে দৃঢ়মনস্ক হয় তবে আসন্ন ম্যাকবুকের দাম একধাক্কায় কমানো হলেও তা কতটা কম হতে পারে? টেক জায়ান্টটি আদৌ ৩০,০০০ টাকার কমে ল্যাপটপ লঞ্চ করতে পারবে কী? এর উত্তর যদিও ডিজিটাইমস -এর রিপোর্টে পাওয়া যায়নি।

অ্যাপলের পক্ষে ৩০,০০০ টাকারও কম দামে ম্যাকবুক বিক্রি করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে আমাদের। কেননা কয়েক বছর আগে নয়া এসই (SE) সিরিজের অধীনে সংস্থাটি তাদের প্রথম সাশ্রয়ী মূল্যের আইফোন লঞ্চ করবে বলে খবর রটেছিল। কিন্তু বাস্তবে দেখা যায়, ডিভাইসটি অন্যান্য আইফোনের তুলনায় সাশ্রয়ী হলেও, সকল শ্রেণীর ক্রেতাদের জন্য মোটেও সস্তার আইফোন ছিল না। অর্থাৎ প্রথম প্রজন্মের আইফোন এসই (iPhone SE) -কে ভারতে ৩৯,০০০ টাকায় লঞ্চ করা হয়েছিল এবং দ্বিতীয় প্রজন্মটিকে ৪৩,৫০০ টাকায় এদেশে ঘোষণা করা হয়। গত বছর আগত আইফোন এসই ৩ (iPhone SE 3) মডেলটিকে ৪৩,৯০০ টাকায় বিক্রি করা হয়েছে।

তাই আমাদের অনুমান, ২০২৪ সালে আসন্ন অ্যাপল ল্যাপটপের দাম ৩০,০০০ টাকার বেশি রাখা হতে পারে। ক্রোমবুকের তুলনায় ম্যাকবুকের বিক্রয় মূল্য বেশি থাকার সম্ভাবনা ব্যাপক। কিন্তু যদি এমনটা হয়ও, তাসত্ত্বেও মানুষ ক্রোমবুক ছেড়ে ম্যাকবুকই কিনবে। কারণ অ্যাপলের প্রোডাক্ট ব্যবহার করা অনেকের কাছে স্বপ্ন পূরণের মতো। আবার বেশিরভাগ মানুষ বর্তমানে ব্র্যান্ড-সিকিউরিটি এবং এইসাথে একটি কোয়ালিটি প্রোডাক্ট কিনতে অধিক আগ্রহী থাকে।

টেক বিশ্লেষকদের মতে, Apple যদি সত্যিই বাজেট নিয়ে চিন্তিত ক্রেতাদের টার্গেট করার জন্য এবং ক্রোমবুকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি সাশ্রয়ী মূল্যের MacBook লঞ্চ করার পরিকল্পনা করে থাকে, তাহলে এর দাম ৪৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে৷ জানিয়ে রাখি, Air সিরিজের অধীনে বিদ্যমান সবথেকে সস্তার ম্যাকবুকগুলির দাম প্রায় ৮০,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। অতএব, সংস্থাটি চাইলেও একধাক্কায় তাদের ল্যাপটপের দাম ৬০% কমিয়ে দিতে পারবে না।

যাইহোক, Apple এর পক্ষ থেকে এখনও কোনো সস্তার MacBook নিয়ে আসার কথা নিশ্চিত করা হয়নি। ফলে আদৌ এরকম কোনো ডিভাইসের অস্তিত্ব আছে কিনা সে বিষয়ে আমরা এই মুহূর্তেই হলফ করে কিছু বলতে পারছি না।