দেশীয় ব্র্যান্ড Mivi আনল DuoPods K7 ইয়ারবাডস, ৫০ ঘন্টা চলবে ব্যাটারি, দাম মাত্র ৯৯৯ টাকা

ভারতীয় বাজারে Mivi DuoPods K7 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা।

ভারতীয় বাজারে লঞ্চ হল Mivi সংস্থার নতুন DuoPods K7 ইয়ারবাড। সংস্থাটি দাবি করেছে, নতুন এই অডিও সিরিজ হাই কোয়ালিটির অডিও সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এতে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার, ৫০ এমএস লো ল্যাটেন্সিযুক্ত বিশেষ গেমিং মোড এবং ব্লুটুথ ৫.৩। চলুন দেখে নেওয়া যাক নতুন Mivi DuoPods K7 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Mivi DuoPods K7-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Mivi DuoPods K7 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। ইয়ারফোনটি ব্ল্যাক,বেইজ, পিঙ্ক, ব্লু এবং গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে হেয়ারেবলটি।

Mivi DuoPods K7-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Mivi DuoPods K7 ইয়ারবাডটি সিলিকন ইয়ারটিপ এবং গ্লসি স্টেম সহ ইন-ইয়ার ডিজাইনে এসেছে। আর ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে সহজেই ইয়ারফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

অন্যদিকে, ডিপ বেস সরবরাহের জন্য নয়া ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ড্রাইভার। সেই সঙ্গে ইয়ারফোনটিতে ইএনসি টেকনোলজি উপলব্ধ। ফলে ডিভাইসটি বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়িয়ে স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম। উপরন্তু এতে পাওয়া যাবে ডুয়াল মাইক। আবার গেমিংয়ের সময় অডিও ডিভাইসটি ৫০ এমএস লো ল্যাটেন্সি অফার করবে। তদুপরি ইয়ারফোনটিতে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি বর্তমান, যার রেঞ্জ ১০ মিটার পর্যন্ত বিস্তৃত।

এবার আসা যাক Mivi DuoPods K7 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। সবশেষে জানিয়ে রাখি, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।