আপনার এলাকায় কি মিলছে 5G পরিষেবা? জেনে নিন একটি সহজ কাজ করে

অক্টোবরের শুরুতে Reliance Jio এবং Bharti Airtel কর্তৃক 5G লঞ্চ হওয়ার পর, গত এক মাস ধরে ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষ হাই স্পিড নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করতে পারছেন। কিন্তু অনেকেই এই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছেন। যেমন অনেকেই বুঝতে পারছেন না যে তাদের এলাকায় 5G সার্ভিস উপলব্ধ কিনা বা 5G ফোনে সিগন্যাল মিলছে কিনা কীভাবে চেক করবেন? সেক্ষেত্রে আপনিও যদি এই বিষয়গুলি নিয়ে ভাবনায় থাকেন, তাহলে বলি দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই! কারণ খুব সহজেই আপনি মুঠোফোনের মাধ্যমে এই দুই কৌতুহল মেটাতে পারবেন।

এভাবে জেনে নিন আপনার এলাকায় বা ফোনে 5G উপলব্ধ কিনা

– আপনি যদি ৫জি পরিষেবা চালু হওয়ার আগে এই নেটওয়ার্ক সাপোর্টযুক্ত ফোন কেনেন, তাহলে প্রথমে সেই ফোনের সেটিংসে যান এবং মোবাইল নেটওয়ার্ক সেটিং চেক করে দেখুন যে তাতে ৫জি অপশন আছে কিনা। এক্ষেত্রে যদি ৪জি (4G) লোগোর পরিবর্তে ৫জি লোগো দেখতে পান, তাহলে বুঝবেন যে ফোনে এবং আপনার এলাকাতেও ৫জি-তে চলছে।

– যদি আপনার ফোনে ৫জি অপশন দেখতে না পান, তাহলে একটি টুল ব্যবহার করে দেখতে পারেন যে আপনার এলাকায় ৫জি উপলব্ধ আছে কিনা। এর জন্য প্রথমে আপনাকে ফোনে এয়ারটেল থ্যাঙ্কস (Airtel Thanks) অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এরপর অ্যাপটি খুলে নির্দিষ্ট অপশনে ক্লিক করে স্ক্রিনে উল্লিখিত কিছু প্রশ্নের উত্তর দিন। এরপর আপনি একটি মেসেজ দেখতে পাবেন যার থেকে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি ৫জি আওতাভুক্ত শহরে আছেন কিনা।

তবে মনে রাখবেন, এই মুহূর্তে 5G পরিষেবা নির্বাচিত সার্কেলে উপলব্ধ। তাই আপনি যদি কলকাতা, শিলিগুড়ি, মুম্বই, চেন্নাইয়ের মত নির্দিষ্ট শহরে বাস করেন এবং তার সত্ত্বেও 5G সিগন্যাল না পান, তাহলে উপরোক্ত পদক্ষেপগুলি অনুসরণ করে দেখতে পারেন।