পরিবারের সদস্যদের আওয়াজ চিনতে পারবে গুগল, এল নতুন ফিচার

টেকনোলজি যত উন্নত হচ্ছে ততই অবাক হচ্ছি আমরা। বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে অসাধ্য সাধন করছে। এবার সার্চ ইঞ্জিন, গুগল এমন একটি ফিচার নিয়ে এসেছে যার দ্বারা পরিবারের সদস্য কে চিনে নেবে সে। কোম্পানি এই ফিচার তাদের গুগল অ্যাসিস্ট্যান্ট এর জন্য এনেছে। এই ফিচারের নাম Voice Match।

এই ফিচারের সাহায্যে Google Assistant এবার আপনার পরিবারের সদস্য কে চিনে নেবে এবং জানিয়ে দেবে কে কথা বলছে। গুগলের তরফে জানানো হয়েছে যে, গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে এমন সমস্ত ডিভাইস যেমন স্মার্ট স্পিকারে কাজ করতে শুরু করবে। নতুন এই ফিচারে সুবিধা সেইসব মানুষ পাবে যাদের ডিভাইস সে ছাড়াও অন্য কেউ ব্যবহার করে।

গুগল জানিয়েছে যে এই বৈশিষ্ট্যটির মাধ্যমে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট কে আপনার ভয়েস চিনতে শেখাতে পারেন। সর্বোচ্চ ছয় জনের ভয়েস আপনি চেনাতে পারবেন। এরপর ওই ব্যক্তি কথা বললেই গুগল অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারবে এবং চিনে নেবে কে কথা বলছে।

কিছুদিন আগে গুগল তাদের গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করা ডিভাইস, স্মার্ট ডিসপ্লে ও স্মার্ট স্পিকারে Hotword sensitivity ফিচার যুক্ত করেছিল। যার মাধ্যমে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট এর হটওয়ার্ড ‘Hey Google’ এর রেসপন্স কে ঠিক করতে পারবেন। এছাড়াও বেশ কিছু নতুন ডিফল্ট সেটিং ও পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *