Top 5 Cars: জনপ্রিয়তায় SUV-কেও টেক্কা, ভারতে বিক্রির নিরিখে শীর্ষে এই 5 হ্যাচব্যাক

হালফিলে ট্রেন্ড মেনে জীবনের প্রথম গাড়ি কিনতে চলেছেন এমন ক্রেতাদের মধ্যে সিংহভাগই এসইউভি (SUV) প্রাধান্য দিচ্ছেন। ফলে হ্যাচব্যাকের তুলনায় এসইউভি গাড়ির পাল্লা ভারী হচ্ছে। পরিসংখ্যান বলছে, নভেম্বর মাসে সর্বাধিক বিক্রিত কুড়িটি ফোর হুইলারের তালিকায় হ্যাচব্যাকের সংখ্যা মাত্র চারটি। যার আবার প্রতিটিই মারুতি সুজুকির (Maruti Suzuki)। তবে বিক্রির নিরিখে এসইউভিকে-ও টেক্কা দিয়ে ভরতের বেস্ট সেলিং গাড়ির তকমা নিজের দখলে রেখেছে মারুতিরই এক মডেল। চলুন এই প্রতিবেদনে আগের মাসে সর্বাধিক বিক্রিত পাঁচটি হ্যাচব্যাক গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক।

নভেম্বরে ভারতের সর্বাধিক বিক্রিত 5 হ্যাচব্যাক গাড়ি

নভেম্বরে ভারতের সর্বাধিক বিক্রিত গাড়ি তথা হ্যাচব্যাক Maruti Suzuki WagonR। কম দাম এবং বেশি মাইলেজের জন্য মধ্যবিত্তের খুব পছন্দের এই গাড়িটির ১৬,৫৬৭ ইউনিট গত মাসে বিক্রি হয়েছে। আবার আগের বছর নভেম্বরের (১৪,৭২০ ইউনিট) তুলনায় নভেম্বরে ১৩% বিক্রি বাড়তে দেখা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানাধিকারী গাড়িটি হচ্ছে Maruti Suzuki Swift। দীপাবলি ও ধনতেরাসের মাসে মোট ১৫,৩১১ গ্রাহক এটি বাড়ি নিয়ে এসেছেন। যেখানে ২০২২-এর নভেম্বরে বিক্রি হয়েছিল ১৫,১৫৩ ইউনিট। চাহিদায় খুব সামান্য ১% উত্থান নজরে পড়েছে। ১২,৯৬১ ইউনিট বিক্রির দৌলতে তিন নম্বরে মাথা গোজাতে পেরেছে Maruti Suzuki Baleno। তবে ২০২২-এর নভেম্বরের (২০,৯৪৫ ইউনিট) তুলনায় বেচাকেনায় ৩৮% পতন ঘটেছে।

সবচেয়ে লক্ষণীয় হল, দেশের সবচেয়ে সস্তা হ্যাচব্যাক Alto-র চাহিদায় তাৎপর্যপূর্ণ হারে ধ্স নেমেছে। আগের বছর নভেম্বরে যেখানে গাড়িটির ১৫,৬৬৩ মডেল বেচেছিল মারুতি, সেখানে গত মাসে মাত্র ৮,০৭৬ গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। ফলে বেচাকেনা ৪৮% কমতে দেখা গেছে। তালিকার সর্বশেষ স্থানে রয়েছে Hyundai i20। গত মাসে এটির মোট ৫,৭২৭ ইউনিট বিক্রি হয়েছে।