ব্ল্যাস্ট হল iPhone 6s Plus, আগুনে পুড়ে গেল বিছানা

স্মার্টফোন ব্ল্যাস্ট হওয়ার কথা মাঝেমধ্যেই আমাদের কানে আসে, যার জেরে আমাদের অনেকের মনে আশঙ্কার রেখা তৈরি হয়! তবে এই সমস্ত ঘটনায় বেশির ভাগ সময়ই নাম জড়ায় Samsung, Xiaomi, Vivo এর মত ব্র্যান্ডের। তবে এবার iPhone 13 সিরিজ লঞ্চের প্রাক্কালে, Apple-এর একটি পুরনো আইফোন মডেলে আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে এল। গতকাল মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

C4Tech নামক এক প্রযুক্তিপ্রেমী টুইটারে জানিয়েছেন, তার iPhone 6s Plus ফোনটি ব্ল্যাস্ট করেছে। টুইটে ওই ব্যক্তি স্পষ্ট জানিয়েছেন যে মাঝরাতে তার ফোনটিতে হঠাৎই আগুন ধরে যায়; যদিও তার পকেট বা দেহের সংস্পর্শে না থাকায় আঘাত জনিত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এক্ষেত্রে C4Tech, পুড়ে যাওয়া আইফোনটির কিছু ছবি শেয়ার করেছেন যাতে দেখা গেছে আগুন ধরে যাওয়ার জেরে বিছানার চাদর পুড়ে গিয়েছে।

তবে এই বিস্ফোরণে পুড়ে যাওয়ার সময় ফোনটি চার্জে ছিল কিনা বা অন্য কোনো সমস্যা ছিল কিনা তা টুইট থেকে জানা যায়নি। এমনকি এই প্রতিবেদনটি লেখার সময় অবধি, পোস্টের কমেন্ট সেকশনে এই জাতীয় প্রশ্নের উত্তর দেননি C4Tech। কিন্তু এই ঘটনায় আলোকপাত করার জন্য এবং কোনো ব্যবস্থা নেওয়ার জন্য Apple-এর সিইও টিম কুককে ট্যাগ করেছেন ওই ব্যক্তি। ফলে খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে মনে হচ্ছে।

অবগতির জন্য বলে রাখি, আইফোনের এই হঠাৎ বিস্ফোরণ বা পুড়ে যাওয়ার ঘটনা – একেবারেই নতুন নয়! এর আগে ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ায় iPhone 6s মডেলে আগুন ধরে ব্লাস্ট হয়েছিল। তারও আগে, ২০১৬ সালে iPhone 6 বা 6s ব্ল্যাস্ট করা নিয়ে বেশ হইচই শুরু হয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন