Lenovo ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সুখবর, Alexa-র মত সুবিধা দেবে নতুন Show Mode

Lenovo ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সুখবর! কোম্পানির কয়েকটি ল্যাপটপ মডেলে যুক্ত হতে চলেছে এক অত্যাধুনিক ফিচার। Lenovo-র কয়েকটি ল্যাপটপে এখন Amazon-এর নতুন শো মোড (Show Mode) সাপোর্ট করবে, যা PC-গুলিকে কেবলমাত্র একটি সাধারণ ভয়েস কমান্ডের মাধ্যমে স্মার্ট ডিসপ্লেতে পরিণত করতে পারে। শো মোড ফিচারটির সাহায্যে ইউজাররা ল্যাপটপে ট্রেন্ডিং নিউজ দেখতে, গান শুনতে, বা টাইমার সেট করতে পারবেন। অর্থাৎ, একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্টেড স্মার্ট ডিসপ্লে মারফত যা যা কাজ করা সম্ভব, আপনি তার সবই করতে পারবেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং মজাদার বিষয় হল, এই কাজগুলি করতে আপনাকে ল্যাপটপের সামনে বসে থাকার প্রয়োজন পড়বে না। Amazon ঘোষণা করেছে যে, এই ভয়েস-ফার্স্ট, ইন্টারেক্টিভ অ্যালেক্সার মতো ফিচারটি (Alexa experience-এর সমতুল্য) একচেটিয়াভাবে Lenovo Yoga, IdeaPad, এবং ThinkPad মডেলগুলিতে রোলআউট হতে চলেছে। তবে ল্যাপটপগুলিকে অবশ্যই উইন্ডোজ ১০ (Windows 10) সফটওয়্যার দ্বারা চালিত হতে হবে।

Amazon একটি ব্লগ পোস্টে জানিয়েছে যে, নতুন Show Mode-এ, Alexa-র অনেকগুলি ফিচার সাপোর্ট করবে। আপনি আবহাওয়া সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে, লেটেস্ট নিউজ জানতে, রিমাইন্ডার সেট করতে, গেম খেলতে, গান শুনতে, বা এই ধরনের আরও অনেক কাজ করার জন্য ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই সবকিছুর সঙ্গে, আপনি সামঞ্জস্যপূর্ণ স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতেও এটি ব্যবহার করতে পারেন। মূলত, নতুন শো মোডের মাধ্যমে আপনি আপনার PC-কে একটি স্মার্ট ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন, যেখানে ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি যাবতীয় ক্রিয়াকলাপ সম্পাদন করার সুযোগ পাবেন।

যদি আপনার Lenovo ল্যাপটপে শো মোড সাপোর্ট করে, তাহলে আপনাকে শুধু বলতে হবে, “Alexa, open Show Mode”। অবশ্য কাজ শুরু করার জন্য আপনি Alexa ট্যাবের “শো মোড” বাটনেও ক্লিক করতে পারেন। অ্যামাজন ব্লগে ব্যাখ্যা করেছে, “শো মোডে ‘set it and forget it’ অ্যালেক্সা এক্সপেরিয়েন্স-এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যালেক্সার সাথে বড়ো স্ক্রিন ডিসপ্লেতে কথা বলতে পারেন, এবং এর জন্য সবসময় তাদের ল্যাপটপের সামনে থাকতে হবে না, অথবা কাজগুলি সম্পন্ন করার জন্য তাদের বারবার ফোনের কাছেও যেতে হবে না।”

বর্তমানে ভারত, অস্ট্রিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে Lenovo Yoga, IdeaPad, এবং ThinkPad PC-গুলির মতো নির্বাচিত অ্যালেক্সা-কম্প্যাটিবল (Alexa-compatible) মডেলগুলিতে শো মোড উপলব্ধ হবে। যদি আপনার কাছে এই Lenovo মডেলগুলির কোনওটি না থাকে তবে আশাহত হবেন না, কারণ Amazon বলেছে যে তারা এই বছরের শেষের দিকে অন্যান্য PC মডেলগুলিতে Show Mode ফিচার যুক্ত করার জন্য দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন