Oppo Reno 11 সিরিজ লঞ্চ হবে 23 নভেম্বর, উন্মাদনা বাড়িয়ে ওপ্পোর বড় ঘোষণা, ফিচার্স কেমন হবে দেখুন

স্মার্টফোন অনুরাগীরা ২৩ নভেম্বর দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ ওই দিনই নুবিয়া (Nubia) এবং অনর (Honor) চীনে তাদের নতুন ফোন লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। নুবিয়া Red Magic 9 Pro গেমিং স্মার্টফোন সিরিজ আর অনর Honor 100 লাইনআপ একই দিনে অফিশিয়ালি সামনে আনবে। আর এখন উত্তেজনা আরও বাড়িয়ে আরেক প্রখ্যাত চীনা ব্র্যান্ড, ওপ্পো একই দিনে Oppo Reno 11 সিরিজ লঞ্চের ঘোষণা করেছে।

Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro লঞ্চ হবে 23 নভেম্বর

ওপ্পো রেনো ১১ সিরিজের ল্যান্ডিং পেজটি এখন চীনে ওপ্পোর ওয়েবসাইটে লাইভ হয়েছে। লঞ্চের তারিখ নিশ্চিত করা ছাড়াও, এটি রেনো ১১ লাইনআপের ডিজাইন সম্পর্কেও স্পষ্ট ধারণা প্রদান করেছে। ওয়েবসাইটের লিস্টিংটি নিশ্চিত করেছে যে, সিরিজটি চারটি কালার অপশনে আসবে – ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, ফিরোজা এবং অবসিডিয়ান ব্ল্যাক।

যদিও, ওপ্পো রেনো ১১ সিরিজের সামনের প্যানেলের ডিজাইনটি এখনও অফিশিয়ালি প্রকাশ করা হয়নি, তবে মনে করা হচ্ছে যে রেনো ১১ এবং রেনো ১১ প্রো তাদের পূর্বসূরির মতোই পাঞ্চ-হোল কাটআউট এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ কার্ভড-এজ ওলেড (OLED) স্ক্রিন অফার করবে। উভয় স্মার্টফোনই ইউজারদের এসএলআর (SLR)-গ্রেডের পোর্ট্রেট শট ক্যাপচার করতে দেবে। চলুন ওপ্পো রেনো ১১ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অনলাইন রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro যথাক্রমে MediaTek Dimensity 8200 এবং Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে। স্ট্যান্ডার্ড Reno 11-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যেখানে Pro ভ্যারিয়েন্টে ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে চলবে।

Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro ফোনের ওলেড (OLED) প্যানেল ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সম্ভবত Reno 11 ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে, যেখানে প্রো মডেলটি ১.৫কে রেজোলিউশন সহ পারে। উভয় ফোনেই একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার প্যানেলে প্রাইমারি ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২x জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফটো ক্যামেরা যুক্ত থাকবে। Oppo Reno 11 এবং 11 Pro-তে যথাক্রমে Sony LYT-600 এবং LYT-700 প্রাথমিক ক্যামেরা সেন্সর দুটি ব্যবহৃত হবে বলে জানা গেছে।