Redmi Note 10 Pro ফোনের দামে পরিবর্তন, 6GB র‌্যাম ভ্যারিয়েন্ট কিনতে কত খসাতে হবে জানুন

চলতি বছরের মার্চে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Redmi Note 10 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ফোন ভারতে পাওয়া যায় Redmi Note 10, Redmi Note 10 Pro ও Redmi Note 10 Pro Max। এই তিনটি ফোনই ভ্যালু ফর মানি স্মার্টফোন হিসেবে পরিচিত। তবে এবার Xiaomi, এই সিরিজের Pro ভ্যারিয়েন্টের দাম বাড়ালো। যদিও ফোনটির 6GB র‌্যাম + 128GB স্টোরেজের দাম কেবল বাড়ানো হয়েছে। আসুন Redmi Note 10 Pro এর নতুন দাম জেনে নেওয়া যাক।

Redmi Note 10 Pro এর নতুন দাম

Redmi Note 10 Pro এর 6GB র‌্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 500 টাকা বাড়ানো হয়েছে। ফলে এই ভ্যারিয়েন্ট এখন 16,999 টাকার বদলে 17,499 টাকায় কিনতে হবে।

যদিও ফোনটির 8GB র‌্যাম + 128GB স্টোরেজের দাম অপরিবর্তিত আছে। অর্থাৎ এই ভ্যারিয়েন্ট 18,999 টাকায় পাওয়া যাবে।

ফোনটি তিনটি কালারে উপলব্ধ- গ্লাসিয়ার ব্লু, ডার্ক নাইট ও ভিনটেজ ব্রোঞ্জ। নতুন দামে Redmi Note 10 Pro Amazon ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট (mi.com) থেকে কেনা যাবে।

Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশন

Redmi Note 10 Pro ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস (1080 x 2400 পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। HDR10+ সার্টিফিকেশন প্রাপ্ত এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর Snapdragon 732G প্রসেসর। সাথে আছে Adreno 618 জিপিইউ। ফোনটি Android 11 বেসড MIUI 12 কাস্টম ওএস-এ চলে।

এই ফোনের পিছনে চারটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 সেন্সর + 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + 2x জুম সহ 5 মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স + 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সামনে আছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,020mAh ব্যাটারি। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন