Adidas RPT-02 SOL: সোলার চার্জিংয়ের সাথে লঞ্চ হল নয়া হেডফোন, রয়েছে 45mm ড্রাইভার

বিগত কয়েক বছর ধরেই ওয়্যারলেস হেডফোন ও ইয়ারফোন ইউজারদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। এই হেডফোনগুলির মধ্যে থাকে ব্যাটারি, ফলে নিয়মিত ব্যবহার করতে চাইলে রোজই এই ডিভাইসগুলিকে চার্জ দিতে হয়। সেক্ষেত্রে রাস্তাঘাটে থাকাকালীন সময়ে যদি কখনো চার্জ শেষ হয়ে যায়, তাহলে ইউজারদেরকে ভয়ানক মুশকিলে পড়তে হয়। তাই এই সমস্যার হাত থেকে ব্যবহারকারীদেরকে মুক্তি দিতে সম্প্রতি মার্কেটে লঞ্চ হয়েছে Adidas RPT-02 SOL (অ্যাডিডাস আরপিটি-০২ এসওএল) ওয়্যারলেস হেডফোন। নবাগত এই হেডফোনটিকে সূর্যের আলো এবং ইলেকট্রিক কারেন্ট উভয়ের মাধ্যমেই চার্জ করা যেতে পারে। ফলে ব্যাটারি শেষ হয়ে গেলেও হেডফোন বন্ধ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তদুপরি, সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এই সোলার পাওয়ার হেডফোনটির ব্যাটারি ৮০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। চলুন, এই চমকপ্রদ ডিভাইসটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Adidas RPT-02 SOL -এর মূল্য

অ্যাডিডাস আরপিটি-০২ এসওএল-এর দাম রাখা হয়েছে ২২৯ ডলার অর্থাৎ প্রায় ১৮,০০০ টাকা, এবং বর্তমানে এটি কোম্পানির আমেরিকান ওয়েবসাইটে তালিকাভুক্ত রয়েছে। ডিভাইসটি নাইট গ্রে এবং সোলার ইয়োলো কালারে মার্কেটে উপলব্ধ হতে চলেছে। ২৩ আগস্ট থেকে এই হেডফোনটির বিক্রি শুরু হবে। তবে ভারতে এই চমকপ্রদ ডিভাইসটি কবে আসবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Adidas RPT-02 SOL-এর স্পেসিফিকেশন

অ্যাডিডাস আরপিটি-০২ এসওএল একটি ফ্ল্যাগশিপ হেডফোন। কল রিজেক্ট করা এবং ভলিউম কন্ট্রোল করার জন্য ডিভাইসটিতে একটি বাটন দেওয়া হয়েছে। ৪৫ মিমি ডায়নামিক ড্রাইভার সহ আসা অ্যাডিডাস আরপিটি-০২ এসওএল জল প্রতিরোধী আইপিএক্স৪ (IPX4) রেটিং পেয়েছে। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ ২০-২০,০০০ হার্টজ এবং সেনসিটিভিটি রেটিং ১০৫ ডিবি। ডিভাইসটিতে একটি মাইক্রোফোন এবং একটি লাইট ইন্ডিকেটরও মজুত রয়েছে।

এছাড়া, Adidas RPT-02 SOL-এর শীর্ষে একটি সোলার প্যানেল রয়েছে, যার মাধ্যমে এই হেডফোনটিকে সূর্যের আলোর সাহায্যে চার্জ দেওয়া যাবে। এই সোলার প্যানেলের নাম দেওয়া হয়েছে Powerfoyle (পাওয়ারফয়েল) সোলার চার্জিং প্যানেল, যা সুইডেনের কোম্পানি Exeger (এক্সেগার) তৈরি করেছে। এই প্যানেলটি ন্যাচারাল (প্রাকৃতিক) কিংবা আর্টিফিশিয়াল (কৃত্রিম) উভয় ধরনের আলোই ক্যাপচার করতে সক্ষম। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল, এই দুর্দান্ত হেডফোনটির কুশন এবং ইয়ারকাপ ধুয়ে ফেলাও যেতে পারে। ব্লুটুথ ৫.২ সহ আসা Adidas RPT-02 SOL-কে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় ডিভাইসের সাথেই কানেক্ট করা যাবে। ২৫৬ গ্রাম ওজনের এই ইলেকট্রনিক গ্যাজেটটিতে চার্জিংয়ের জন্য একটি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।