আসবেনা আর নতুন স্মার্টফোন, মোবাইল ব্যবসা গোটাচ্ছে LG : রিপোর্ট

চলতি বছরের শুরুতেই শোনা গিয়েছিল যে, জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড LG এবার তার স্মার্টফোন ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে; ওই সময় সংস্থাটি তার কর্মচারীদের একটি ই-মেলের মাধ্যমে মোবাইল ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছিল বলেও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল। আবার অনেকেই মনে করছিলেন যে দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহত্তম ব্র্যান্ডটি তার মোবাইলের কারবার পুরোপুরি বন্ধ করবে না, বরঞ্চ এটি মোবাইল উৎপাদন বিভাগে যুক্ত কর্মচারীদের নিয়ে প্রিমিয়াম ফোন বা অন্যান্য ব্যবসা চালাতে পারে। কিন্তু এই গুঞ্জন শুরু হওয়ার প্রায় দু মাস পর এখন ফের যে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে তা দেখে মনে হচ্ছে, এলজি (LG) ইলেক্ট্রনিক্স, এবার পাকাপাকিভাবেই মোবাইল ব্যবসা থেকে পাততাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে।

ব্লুমবার্গ ও ডংএ আইবো (DongA IIbo)-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এলজি তার মোবাইল ব্যবসার স্বত্ব জার্মানির ভক্সওয়াগেন এজি (Volkswagen AG) এবং ভিয়েতনামের ভিনগ্রুপ জেএসসি (Vingroup JSC)-র কাছে বিক্রির পরিকল্পনা করেছিল। কিন্তু এই বিক্রয় সংক্রান্ত আলোচনা সফল হয়নি, যার জেরেই এমন বড় পদক্ষেপ নিতে চলেছে এলজি ইলেক্ট্রনিক্স। আর এই কারণে, আগামী দিনে এই ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বা আনুষঙ্গিক প্রোডাক্ট বাজারে উপলব্ধ থাকলেও, নতুন এলজি ফোন দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম!

প্রসঙ্গত, গত জানুয়ারিতে কোরিয়ান সংবাদ সংস্থা হেরাল্ড (Herald) জানিয়েছিল যে বিগত পাঁচ বছরে এলজি-র স্মার্টফোন ব্যবসায় প্রায় ৪.৫ বিলিয়ন ডলার লোকসান হয়েছে, যার জেরে তারা চলতি বছরে স্মার্টফোন ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তাছাড়া, গত বছরে আসা সংস্থার দুটি প্রিমিয়াম ফোনও আশানুরূপ সাড়া ফেলতে পারেনি বলে জানা গিয়েছিল। সেক্ষেত্রে এখন, মোবাইল ব্যবসা থেকে হাত গোটাতে শুরু করলে, আগামী মাসে অর্থাৎ এপ্রিলের মধ্যেই সংস্থাটি তার এই ক্ষেত্রে যুক্ত কর্মীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে। হেরাল্ডের আগের রিপোর্ট অনুসারে, এলজি, এই সমস্ত কর্মচারীদের একাংশকেই সংস্থার গৃহস্থালী যন্ত্রপাতি, ডিসপ্লে তৈরি বা সোলার এনার্জি কম্পোনেন্ট এবং মোটরগাড়ির যন্ত্রপাতি নির্মাণের ব্যবসায় পুনর্নিয়োগ করবে ।

তবে যাইহোক, এই নতুন খবরের পর এ কথা অনেকটাই স্পষ্ট যে সংস্থাটি তার আসন্ন স্মার্টফোনগুলি লঞ্চ করবে না। অর্থাৎ, LG V60-এর উত্তরসূরি নতুন রেইনবো স্মার্টফোনটিরও ওপর থেকে পর্দা ওঠার সম্ভাবনা নেই। তাছাড়া সংস্থার বহু প্রতীক্ষিত রোলেবল স্মার্টফোনটিও চালু হওয়ার আশা কম!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন