দাম বাড়লেও এখনও TVS Apache 160 4V সেরা ভ্যালু ফর মানি বাইক

TVS Apache 160 4V মোটরবাইকের দাম একধাক্কায় বেশ অনেকটাই বাড়ালো। বাইকটির দাম সম্প্রতি ১,৫০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে BS6 মডেলে লঞ্চ করার পর এই নিয়ে চতুর্থবার দাম বৃদ্ধি করা হল। বাইকটির শেষ দাম বাড়ানো হয়েছিল আগস্ট মাসে।

দাম বাড়ার ফলে Apache 160 4V-এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ১,০৫,৩০০ টাকা (এক্স-শোরুম, কলকাতা) এবং ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম হয়েছে ১,০৮,৩০০ টাকা (এক্স-শোরুম, কলকাতা)। Apache 160 4V  রেসিং রেড (Racing Red), মেটালিক ব্লু (Metallic Blue) ও নাইট ব্ল্যাক (Knight Black) রঙে পাওয়া।

TVS Apache 160 4V বাইকে আছে সিঙ্গল সিলিন্ডার অয়েল কুলড ১৫৯.৭ সিসি ইঞ্জিন। যা ৮,২৫০ আরপিএমে সর্বোচ্চ ১৬.০২ পিএস পাওয়ার এবং ৭,২৫০ আরপিএমে ১৪.১২ এনএম টর্কের আউটপুট দেয়। ট্রান্সমিশনের জন্য রয়েছে ফাইভ-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স। সেমি ফেয়ার্ড ডিজাইনের এই বাইকের ফিচারের মধ্যে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইটিং, ডিস্ক ব্রেক, সিঙ্গল চ্যানেল এবিএস উল্লেখযোগ্য।

সাসপেনশনের জন্য বাইকের সামনের অংশে আছে টেলিস্কোপিক ফোর্ক এবং পেছনে রয়েছে মনোশক ইউনিট। ১৪৭ কেজি কার্ব ওয়েটের এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১২ লিটার। প্রসঙ্গত, দাম বাড়লেও Apache 160 4V তার সেগমেন্টে এখনো পর্যন্ত সেরা ভ্যালু ফর মানি প্রোডাক্ট।