Nitin Gadkari: আমেরিকার মতো রাস্তা হবে, উত্তরপ্রদেশের সভা থেকে বার্তা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর

‘রাস্তা হবে আমেরিকার মতো’ – উত্তরপ্রদেশের এক সভা থেকে এমনটাই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। আসলে নতুন বছরের প্রাক্কালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট স্থির করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি-র আনুকূল্যে যাতে মানুষ ভোট দেন, তাই সে রাজ্যের জনগণকে তিনি আশ্বাস দিয়েছেন এই বলে যে, উত্তরপ্রদেশের রাস্তা হবে আমেরিকার মতো।

এ দিন মির্জাপুর জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করতে গিয়ে গডকড়ী বলেন, “যোগী জি-কে সমর্থন করুন, আমাদের সরকারকে নির্বাচিত করুন, আমি আরও ৫ লক্ষ কোটি টাকা এই রাজ্যের সড়কের উন্নয়নের জন্য ধার্য করব।” তিনি যোগ করেন, “যখন এই কাজ সম্পন্ন হবে, উত্তরপ্রদেশের রাস্তার পরিকাঠামো হবে আমেরিকার মতো… আমি আমার প্রতিশ্রুতি পালন করার কথা দিচ্ছি।”

কেন্দ্রীয় মন্ত্রী এদিন উত্তরপ্রদেশের জৌনপুর থেকে মির্জাপুর পর্যন্ত মোট ২৩২ কিমি জাতীয় সড়কের শিলান্যাস করেন, যার জন্য কেন্দ্রের খরচ হবে ৪,১৬০ কোটি টাকা। তাঁর কথায়, কোনও রাজ্যের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হল সেখানকার রাস্তার উন্নতিসাধন। দ্রুত এবং নিরাপদ পণ্য পরিবহণের বিষয়ে মন্ত্রী উন্নততর যোগাযোগ ব্যবস্থা বা এক কথায় রাজ্যের সমস্ত প্রান্তকে সুন্দরভাবে যুক্ত করার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “এর ফলে কৃষিজ, স্থানীয় এবং অন্যান্য পণ্যের বাজারে সহজেই পৌঁছানো যাবে।”

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করেছিলেন। যার দৈর্ঘ্য ৫৯৪ কিমি এবং তৈরি হতে খরচ হবে ৩৬,২০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করেছিলেন। যার ফলে উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে পূর্বের জেলাগুলি-সহ বিহারের সাথে যাতায়াতের সময় কমিয়ে এনেছে।