Xiaomi Civi একদিন পরেই লঞ্চ হচ্ছে, Snapdragon 778G প্রসেসরের সাথে থাকবে 4500mAh ব্যাটারি

Xiaomi চাইনিজ মার্কেটে তাদের নতুন Civi স্মার্টফোন লঞ্চ করার জন্য সেপ্টেম্বরের ২৭ তারিখকে বেছে নিয়েছে। খুব সম্প্রতি লঞ্চ ইভেন্টের দিনক্ষণ ঘোষণা হয়েছিল। তার পর থেকেই স্মার্টফোনটির নানা ফিচার টিজ করছে শাওমি। আজ সে রকমই এক টিজারে Xiaomi Civi স্মার্টফোনের চিপসেট ও ব্যাটারি ক্যাপাসিটি সর্ম্পকে জানানো হয়েছে।

শাওমির অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্ট থেকে করা পোস্ট অনুযায়ী, Civi হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 778G চিপসেট দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে Xiaomi 11 Lite NE 5G-সহ অন্যান্য ব্র্যান্ডের মিড-রেঞ্জ স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার করতে দেখা গিয়েছে।

এ ছাড়াও, কোম্পানির তরফে জানানো হয়েছে, ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে Xiaomi Civi। যারা জানেন না তাদের বলি, ‘সূক্ষ্মতা’ এই স্মার্টফোনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হতে চলেছে। এটি মাত্র ৬.৯৮ মিমি পাতলা, ওজন ১৬১ গ্রাম।

উল্লেখ্য, আগের টিজারগুলি থেকে জানা গিয়েছে, শাওমি সিভি-তে ত্রিকোণাকৃতি ক্যামেরা অ্যারে, এজি গ্ল্যাস ব্যাক, পাঞ্চ-হোল কার্ভড ডিসপ্লে, ও মেটাল ফ্রেম থাকবে। পাশাপাশি ফোনটির ক্যামেরা অ্যাপে “পিক্সেল-লেভেল” বিউটি মোড ফিচার দেওয়া হবে।

এছাড়া এক টিপস্টারের দাবি, Xiaomi Civi ফোনের সামনে দেখা যাবে, ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। ফটোগ্রাফির জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ফোনের দাম শুরু হতে পারে ৩০,০০০ টাকা থেকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন