অক্টোবরে চালু হচ্ছে Airtel 5G সার্ভিস, Jio-কে টেক্কা দিতে আগেভাগেই বড় ঘোষণা সংস্থার

টেলিকম বাজারে একে অপরকে পেছনে ফেলার লড়াই Reliance Jio (রিলায়েন্স জিও) এবং Bharti Airtel (ভারতী এয়ারটেল)-এর মধ্যে দীর্ঘদিন ধরেই চলে আসছে। দুটি সংস্থাই গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা দিয়ে ব্যবসায় লক্ষ্মীলাভ করার চেষ্টায় প্রচুর অফার এনে থাকে। তবে সাম্প্রতিক সময়ে 5G (৫জি) নেটওয়ার্ক চালু করাকে কেন্দ্র করে Jio এবং Airtel-এর যুযুধান চরম পর্যায়ে পৌঁছেছে বলে মনে হচ্ছে। আসলে আজ দুপুর ২টো থেকে শুরু হয়েছে Reliance Jio-র এই বছরের বার্ষিক সাধারণ সভা বা অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM)। আর এই ইভেন্টেই মুকেশ আম্বানির সংস্থাটি তার 5G নেটওয়ার্ক (Jio 5G পরিষেবা) চালু করার বিষয়টির ওপর থেকে পর্দা সরাবে বলে আশা করা হচ্ছে। তবে এই ইভেন্টে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা হওয়ার আগেই, এবার টেলকোর প্রতিদ্বন্দ্বী Airtel নিজের 5G পরিষেবা সম্পর্কিত বিশদ প্রকাশ করেছে। সোজা ভাষায় বললে এবার আর কোনো মিডিয়া রিপোর্টের জল্পনা নয়, বরঞ্চ ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি স্বয়ং Airtel 5G নিয়ে মুখ খুলেছে।

অক্টোবরে চালু হবে Airtel-এর 5G সার্ভিস

হালফিলে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিশ্চিত করেছেন যে, আগামী ১২ই অক্টোবর থেকে দেশে ৫জি পরিষেবা চালু হবে। সেক্ষেত্রে এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তালও তাদের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সংক্রান্ত কাজের প্রসঙ্গে বলেছেন যে, এয়ারটেল অক্টোবর মাসে তাদের ৫জি পরিষেবা চালু করবে। যদিও এই মুহূর্তে তিনি কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি।

বিজনেস টুডের ইন্ডিয়া@১০০ (India@100) ইকোনমি সামিটে বক্তৃতা দেওয়ার সময়, এয়ারটেলের চেয়ারম্যান সম্প্রতি তাদের ৫জি পরিষেবা ব্যবহারের খরচ সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি বলেছেন যে, হাইস্পিড ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে গ্রাহকদের বেশি টাকা খরচা করতে হবে; আসলে ভারতের মত পশ্চিমা বিশ্বের দেশে ৪০ থেকে ৫০ ডলার শুল্ক আয় একান্ত প্রয়োজন বলেই তাঁর অভিমত। এই প্রসঙ্গে বলে রাখি, আগের সপ্তাহে সংস্থার ভাইস চেয়ারম্যানও এই একই বিষয়ের (অর্থাৎ ৫জি পরিষেবা মূল্যবান হবে বলে) ইঙ্গিত দিয়েছিলেন।

এই শহরগুলিতে সর্বপ্রথম চালু হবে 5G নেটওয়ার্ক

ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে প্রথম পর্যায়ে দেশের ১৩টি শহরে ৫জি চালু হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে – কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, লখনউ, মুম্বাই এবং পুনে। সেক্ষেত্রে কোন সংস্থা সবার আগে ৫জি চালু করবে সেটাই এখন দেখার। তাছাড়া জিও আজকের ইভেন্টে কী ঘোষণা করে এবং আসন্ন দিনগুলিতে টেলিকম বাজারের নতুন প্লেয়ার আদানি গ্রুপ (Adani Group) কী খেল দেখায়, সেইদিক থেকেও প্রযুক্তিমহলের নজর সরছে না!