বিশ্বের প্রথম ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সরের ফোন হবে Oppo Reno 5 Pro+ 5G

কিছুদিন আগেই চীনের ঘরেলু মার্কেটে Oppo তার ফ্ল্যাগশিপ Reno 5 সিরিজের Reno 5 ও Reno 5 Pro ফোন দুটি লঞ্চ করেছে। সেদিনই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, এই সিরিজের তৃতীয় ও সর্বশেষ ফোন অর্থাৎ Oppo Reno 5 Pro+ 5G ডিসেম্বরের ২৪ তারিখে অফিসিয়ালি লঞ্চ করা হবে। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ইতিমধ্যে সার্টিফিকেশন সাইট TENAA থেকে আমাদের সামনে এসেছে। এমনকি কিছু চ্যানেল থেকে ফোনের আনবক্সিং ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে এবার অপ্পো এবার ফোনটির বিষয়ে আরো একটু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

উইবোতে ফোনটির অফিসিয়াল পোস্টার শেয়ার করে Oppo জানিয়েছে, Reno 5 Pro+ ফোনের প্রাইমারি ক্যামেরাতে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর থাকবে। এটিই বিশ্বের প্রথম ফোন যেখানে এই সেন্সর ব্যবহার করা হয়েছে। পোস্টারে Reno 5 Pro+ ফোনের পিছনে ম্যাট ফিনিশ লক্ষ্য করা গেছে। ব্ল্যাক কালারের এই ব্যাক প্যানেলের ডানদিকে উল্লম্বভাবে Oppo ও Reno Glow ব্রান্ডিং রয়েছে। এটি গ্রেডিয়েন্ট ব্লু নামে আরও একটি কালার অপশানে উপলব্ধ হবে।

Oppo Reno 5 Pro+ 5G এর স্পেসিফিকেশন

রেনো ৫ প্রো+ ৫জি ফোনে ১৮০০x২৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে থাকবে। ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল যার কাটআউট ডিসপ্লের ওপরে একদম বাঁদিকে থাকবে। এতে ডুয়াল সেলযুক্ত ২২০০ এমএএইচ ব্যাটারি থাকবে। পূর্বে কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, রেনো ৫ প্রো+ ৫জি ফোনে ৬৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

ফোনের পেছনে কোয়াড ক্যামেরা থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর। এছাড়া থাকবে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেনো ৫ প্রো+ কোয়ালকমের গতবছরের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরে চলবে। ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। চীনের বাইরে গ্লোবাল মার্কেটে ফোনটির লঞ্চের সম্ভাবনা ক্ষীণ।