Vivo X80 সিরিজ এপ্রিলে ভারতে আসছে, থাকবে Snapdragon 8 Gen 1 প্রসেসর ও গিম্বেল ক্যামেরা প্রযুক্তি

চীনা স্মার্টফোন সংস্থা ভিভো গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করে Vivo X70 স্মার্টফোন সিরিজটি। আর এবার এর উত্তরসূরি হিসেবে Vivo X80 সিরিজটিও জলদি বাজারে পা রাখতে চলেছে বলে জানা যাচ্ছে। এই সিরিজের অধীনে Vivo X80, Vivo X80 Pro এবং Vivo X80 Pro+- এই তিনটি মডেল বাজারে লঞ্চ করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই ডিভাইসগুলির বেশ কিছু প্রধান স্পেসিফিকেশনও সামনে এসেছে। জানা গেছে এই তিনটি ডিভাইসই ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং মিডিয়াটেকের ডাইমেনসিটি প্রসেসর সহ আসবে। আর এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, Vivo X80 সিরিজটি আগামী মাসেই ভারতের বাজারে লঞ্চ হবে।

Vivo X80 সিরিজটি ভারতে আসছে এপ্রিলেই

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর রিপোর্ট অনুযায়ী, আগামী মাসে ভারতে ভিভো এক্স৮০ সিরিজের ওপর থেকে পর্দা সরানো হবে। যদিও এখন পর্যন্ত ভিভোর তরফে আপকামিং সিরিজের লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সংস্থাটি শীঘ্রই চীনে ভিভো এক্স৮০ সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে এবং এরপর ভারতেও সিরিজটির উন্মোচন করতে পারে সংস্থা। যেহেতু ভারতে ভিভো এক্স৮০ সিরিজের লঞ্চ এপ্রিলে হবে বলে দাবি করা হচ্ছে, তাই চীনের বাজারে এর কয়েক দিন আগেই লাইনআপটির ওপর থেকে পর্দা সরানো হবে বলে অনুমান করা যায়।

এই সিরিজে ভিভো এক্স৮০, এক্স৮০ প্রো, এবং এক্স৮০ প্রো প্লাস নামে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এটি একটি ফ্ল্যাগশিপ লাইনআপ হওয়ার কারণে, এর টপ-এন্ড মডেল ভিভো এক্স৮০ প্রো প্লাস-এ সম্ভবত কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং ভিভোর গিম্বল স্টেবিলাইজেশন সহ জেইস (Zeiss)-এর ক্যামেরা মডিউল থাকবে।

অন্যদিকে, সম্প্রতি বেঞ্চমার্কিং সাইটের লিস্টিং থেকে জানা গেছে সিরিজের Vivo X80 এবং Vivo X80 Pro মডেল দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেটটি ব্যবহার করা হবে। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে V2186A মডেল নম্বর সহ Vivo X80 সিরিজটি তালিকাভুক্ত হয়েছে। অন্য একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বেস মডেলটিতে ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৬ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আবার X80 Pro এবং X80 Pro+ -এ ৬.৭৮ ইঞ্চির এলটিপিও ২.০ ই৫ অ্যামোলেড প্যানেল থাকতে পারে, যেগুলিতে যথাক্রমে ফুল এইচডি+ এবং কিউ এইচডি+ রেজোলিউশন রয়েছে। এছাড়া, তিনটি মডেলই ১২০ হার্টজের হাই রিফ্রেশ রেটও অফার করবে বলে আশা করা হচ্ছে।