Tork Kratos: দেশীয় প্রযুক্তি ও কারিগরিতে তৈরি প্রথম ইলেকট্রিক বাইক টর্ক ক্রাটোস 26 জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে

বাজারে বিদ্যুতে চলা ইলেকট্রিক স্কুটার অগণিত। কিন্তু বৈদ্যুতিক মোটরসাইকেলের সংখ্যা হাতেগোনা। আর সেই অভাব ঢাকতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন লঞ্চ হবে Tork Kratos। যা পুনের স্টার্টআপ সংস্থা Tork Motors-এর প্রথম পণ্য। জানলে অবাক হবেন, Tork Kratos (প্রথমে Tork T6X কোডনামে পরিচিত ছিল) ভারতের প্রথম ইলেকট্রিক মোটরবাইক যা দেশীয় প্রযুক্তি ও কারগরির সাহায্যে প্রস্তুত করা হয়েছিল। Tork Kratos আত্মপ্রকাশ করেছিল ২০১৬ সালে। সেটা ছিল প্রোটোটাইপ বা নমুনা মডেল। পরবর্তীতে নানা জটিলতায় সর্বসাধারণের জন্য ব্যাটারিচালিত মোটরসাইকেলটির উৎপাদন করতে পারেনি Tork Motors।  তবে দেশে বিদ্যুৎচালিত যানবাহনের প্রতি আগ্রহ যে হারে বাড়ছে, সেই সুযোগের সদ্ব্যবহারের লক্ষ্যে নানা বাধা কাটিয়ে অবশেষে বাজারে আসছে Tork Kratos।

টর্ক মোটরস-এর তরফ থেকে জানানো হয়েছে, তারা দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের শুভলগ্নে টর্ক ক্রাটোস ইলেকট্রিক বাইক লঞ্চ করবে। প্রি-বুকিং শুরু হবে সে দিন থেকেই। টর্ক ক্রাটোস-এর ডিজাইন অনেকটি স্ট্রিটফাইটার বাইকের মতো। এতে তিনকোণা এলইডি হেডলাইট, স্প্লিট সিট সেটআপ, নীচ পর্যন্ত ফেয়ারিং এক্সটেনশন, রিয়ার সিট ফুটপেগ, এবং আপরাইট আর্গোনমিক্স রয়েছে। সম্প্রতি রাস্তায় মহড়া দেওয়ার সময় গোপনে তোলা বিভিন্ন ছবি থেকে টর্ক ক্রাটোস সম্পর্কে এই তথ্যগুলি পাওয়া গিয়েছিল।

Tork Kratos Electric Motorcycle

টর্ক ক্রাটোস-এর ইন্সট্রুমেন্ট কনসোলটি খুব সম্ভবত পুরো ডিজিটাল। এতে স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন, জিও-ফেন্সিং, এবং অ্যান্টি থেফ্ট ফিচার পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। সংস্থার দাবি, টর্ক ক্রাটোস-এ ব্যবহৃত নতুন এক্সিয়াল ফ্লাক্স মোটরের এফিসিয়েন্সি রেটিং ৯০-৯৬ শতাংশ। সেই হিসেবে প্রচলিত মোটরের চেয়ে এটি আরও উন্নত৷ অনুমান, মোটরটি ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে।

টর্ক ক্র্যাটোস রেঞ্জ, স্পিড (Tork Kratos Range, Speed)

Tork Kratos-এর চূড়ান্ত মডেল এক চার্জে কতদূর চলবে বা সর্বাধিক গতিবেগ কত হবে, সেটা এখনও অজানা। তবে দু’টোই ১০০-এর ঘরে থাকবে বলে আশা করা যায়। অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ করলে টর্ক ক্রাটোস ১০০ কিমি দৌড়তে পারবে। আবার ঘন্টা প্রতি সমপরিমাণ গতিবেগ তুলতে পারবে।

টর্ক ক্র্যাটোস দাম (প্রত্যাশিত) (Tork Kratos Expected Price)

টর্ক ক্রাটোস এর দাম ১.৫০ লক্ষ টাকার আশেপাশে ধার্য হতে পারে। তবে সেটা কেন্দ্রের ফেম-২ সাবসিডি এবং রাজ্য ভিত্তিক ভর্তুকি ছাড়া। বৈদ্যুতিক যানবাহনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার প্রদত্ত ইনসেন্টিভ ধরলে দাম আরও নাগালে আসবে বলে মনে করা হচ্ছে।

Tork Kratos-এর ডেলিভারি কয়েকমাসে পর শুরু করা হবে। ভারতের বাজারে ইলেকট্রিক বাইকটির মূল প্রতিদ্বন্দ্বী Revolt RV400। বলতে গেলে রিভল্টের থেকেও ভাল বিকল্প হতে পারে টর্ক মোটরসের এই বহু প্রত্যাশিত দু’চাকার বৈদ্যুতিক গাড়িটি। টর্ক ক্রাটোস প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে, সেটাই এখন দেখার।