Samsung Galaxy Quantum 2 এর আনবক্সিং ভিডিও লঞ্চের আগেই ইন্টারনেটে ভাইরাল

Samsung আগামী ২৩ এপ্রিল Galaxy Quantum 2 ডিভাইসটি লঞ্চ করতে পারে। জল্পনা চলছে ডিভাইসটির নাম হবে Galaxy A82 5G। লিক ইমেজ ও সার্টিফিকেশন সাইটের সৌজন্যে ইতিমধ্যেই এই ফোনের মুখ্য স্পেসিফিকেশন আমাদের সামনে এসেছে। জানা গেছে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর থাকতে পারে। তবে লঞ্চের কয়েকদিন আগে Galaxy Quantum 2 এর আনবক্সিং ভিডিও এবার ইন্টারনেটে ছড়িয়ে পড়লো।

SamMobile থেকে প্রকাশিত এই আনবক্সিং ভিডিও তে দেখা গেছে গ্যালাক্সি কোয়ান্টাম ২ কার্ভড ডিসপ্লে সহ আসবে। ভিডিও থেকে আরও জানা গেছে, হ্যান্ডসেটটি ১৫ ওয়াট চার্জার সহ শিপিং হবে। আবার চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

ডিজাইনের কথা বললে, Samsung Galaxy Quantum 2 কে‌ দেখতে অনেকটাই সদ্য লঞ্চ হওয়া Galaxy A52, Galaxy A72 এর মতো হবে। সামনে থাকবে ইনফিনিটি ও ডিসপ্লে। আবার পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। ডিভাইসটি রঙে পাওয়া যেতে পারে- গ্রে, হোয়াইট ও ভায়োলেট।

Samsung Galaxy Quantum 2 (Galaxy A82 5G) এর দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম ২ ( গ্যালাক্সি এ৮২ ৫জি) এর দাম রাখা হতে পারে ৬,৯৯,৯০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৪৬,৭৩১ টাকা)। এই মূল্য হতে পারে ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের। এই ফোনে ৬.৭ ইঞ্চি WQHD+ রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আবার এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

আবার স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম ২ ( গ্যালাক্সি এ৮২ ৫জি) ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সা

পোর্ট ও ৪৫০০ এমএইচ ব্যাটারি সহ আসবে। যদিও বক্সের মধ্যে ১৫ ওয়াট চার্জার থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনের ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।

এই ক্যামেরাগুলি হল – OIS সাপোর্ট ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে থাকতে পারে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আবার গ্যালাক্সি কোয়ান্টাম ২ এর ওজন হবে ১৭৬ গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে চলতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন