ঘরে বসে পান নতুন Aadhaar Card, চুরি বা হারিয়ে গেলেও সমস্যা নেই, একদম বিনামূল্যে পরিষেবা

Avatar

Updated on:

Lost Your New Aadhaar Card

বর্তমানে Aadhaar Card প্রত্যেকটি ভারতীয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কারণ, যে কোনো অফিসিয়াল কাজে এটির প্রয়োজন হয়। তবে যদি কখনো Aadhaar Card হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে, অন্যান্য নথির মতো সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন হয় না। কারণ, এখন ঘরে বসেই খুব সহজে নতুন Aadhaar Card ডাউনলোড করা সম্ভব।

এখন UIDAI আধার কার্ড পুনরায় প্রিন্ট এবং ডাউনলোড করার একটি সহজ উপায় নিয়ে এসেছে। তবে এর জন্য অবশ্যই হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া আধার কার্ডের নম্বরটি মনে রাখতে হবে এবং কার্ডে রেজিস্টার্ড মোবাইল নম্বর অবশ্যই সক্রিয় থাকতে হবে।

সহজেই ডাউনলোড করুন আধার কার্ড

  • প্রথমে “UIDAI” ওয়েবসাইটে যান। তারপর আপনার পছন্দের ভাষা বেছে নিয়ে ওয়েবসাইট খুলুন।
  • এবার হোম পেজে স্ক্রল করার পর আপনি “Update Aadhaar”-এর দ্বিতীয় নম্বরে দৃশ্যমান “Get Aadhar” সেকশনে ক্লিক করুন।
  • এবার স্ক্রিনের তৃতীয় নম্বরে “Download Aadhar” অপশনটি দেখতে পাবেন, তাতে ট্যাপ করুন।
  • এখানে আপনাকে https://my aadhar.uidai.gov.in/ পেজে রিডাইরেক্ট করা হবে এবং ডান দিকে নীল রঙের “Login” অপশন দেখতে পাবেন।
  • এখন “Login” অপশনে ক্লিক করুন এবং আধার নম্বর ও ক্যাপচা লিখুন। তারপর “Login with OTP” অপশনে ক্লিক করুন।
  • এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে একটি ওটিপি পাবেন। যার মাধ্যমে আপনি লগইন করতে পারবেন
  • এবার স্ক্রিনে দেখানো অপশন গুলির মধ্যে “Download Aadhaar” অপশনে ক্লিক করুন।
  • তারপর স্ক্রিনে আপনি নিজের যাবতীয় তথ্য দেখতে পাবেন এবং আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনি যখনই চাইবেন আপনার আধার কার্ডের পিডিএফ ফাইলটি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং একটি নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন।

তবে মনে রাখবেন এই ফাইলটি খোলার সময় পাসওয়ার্ড চাওয়া হবে। যেখানে আপনার নামের প্রথম চারটি বড় অক্ষর এবং আপনার জন্মের বছর পাসওয়ার্ড হিসেবে থাকবে। উদাহরণ স্বরূপ, যদি আপনার নাম, VIKAS হয়। আর জন্মের বছর 1992 হয়। তাহলে আপনার পাসওয়ার্ড হবে VIKA1992।

সঙ্গে থাকুন ➥