HomeHow ToUPI Payments: ইন্টারনেট ছাড়াই এই দুইভাবে করতে পারবেন অনলাইন পেমেন্ট, দেখে নিন...

UPI Payments: ইন্টারনেট ছাড়াই এই দুইভাবে করতে পারবেন অনলাইন পেমেন্ট, দেখে নিন পদ্ধতি

অনলাইন ডিজিটাল পেমেন্ট এখন একটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকদিন এখন UPI পেমেন্টের মাধ্যমে লেনদেন করে থাকেন। তবে, এই কাজের জন্য সবসময়ই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। তাই অনলাইন পেমেন্ট করার সময় ইন্টারনেট কানেকশন কাজ না করলে সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের। তবে, এই সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে। এখন ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি সহজেই UPI পেমেন্ট করতে পারবেন। এরজন্য কেবল নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। নিচে সেই পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হলো।

ইন্টারনেট ছাড়া UPI পেমেন্ট করার জন্য আপনাকে NPCI-এর পরিষেবা UPI123Pay-এর সাহায্য নিতে হবে অথবা USSD কোড ব্যবহার করতে হবে।

UPI123Pay-এর মাধ্যমে পেমেন্ট

এর জন্য প্রথমে আপনাকে UPI সক্ষম ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI123Pay-তে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ০৮০৪৫১৬৩৬৬৬ নম্বরে কল করতে পারেন, অথবা https://www.npc.org.in/what-we-do/upi-123pay/product-overview-ওয়েবসাইটে যেতে পারেন।রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে নিচের ধাপগুলি অনুসরণ করে অর্থ প্রদান করতে পারবেন।

  • প্রথমে *৯৯# ডায়াল করুন।
  • এবার ”Send Money” অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর যাকে টাকা পাঠাতে চান তার মোবাইল নম্বর বা UPI আইডি লিখুন।
  • এবার আপনি যে পরিমাণ অর্থ পাঠাতে চান সেটি লিখুন।
  • তারপর নিজের UPI লিখুন এবং পেমেন্ট করুন।

আপনাকে জানিয়ে রাখি UPI123Pay ব্যবহার করে আপনি প্রতিদিন ১,০০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন।

USSD কোডের মাধ্যমে পেমেন্ট

এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো বেশ কিছু ব্যাঙ্ক আছে যাদের নিজস্ব USSD কোড আছে। এই ব্যাঙ্কগুলি তাদের USSD কোড ব্যবহার করে ইন্টারনেট ছাড়া UPI পেমেন্ট করার অনুমতিও দিয়ে থাকে। আপনি নিজের ব্যাঙ্কের USSD কোড জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। একবার এই কোড জেনে গেলে আপনি নিচের ধাপগুলি অনুসরণ করে ইন্টারনেট ছাড়াই অর্থ প্রদান করতে পারবেন।

  • প্রথমে আপনার ব্যাঙ্কের USSD কোড ডায়াল করুন।
  • এবার ”Send Money” অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর আপনি যাকে টাকা পাঠাতে চান তার মোবাইল নম্বর বা UPI আইডি লিখুন।
  • এবার যে পরিমাণ অর্থ পাঠাতে চান সেটি লিখুন।
  • অবশেষে আপনার UPI আইডি লিখুন এবং পেমেন্ট করুন।

মনে রাখবেন, USSD কোড ব্যবহার করে আপনি প্রতিদিন ৫,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারেন।

RELATED ARTICLES

Most Popular