Aadhaar Verify: বাতিল হইনি তো আপনার আধার কার্ড? অনলাইনে খুব সহজে ভেরিফাই করুন

Avatar

Updated on:

How to verify Aadhaar online or offline

বর্তমান সময়ে নাগরিকত্বের পরিচয় হিসেবে ভারতীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হল Aadhaar Card। সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে এবং রোজকার বিভিন্ন প্রয়োজনে এই ১২ সংখ্যা বিশিষ্ট নথিটির প্রয়োজন হয়। সোজা কথায় বললে Aadhaar, দেশবাসীর জন্য এখন পার্মানেন্ট আইডেন্টিটি কার্ড হিসেবে কাজ করে। সেক্ষেত্রে এখন UIDAI (আধার কর্তৃপক্ষ) বা Unique Identification Authority of India, ভারতের বিভিন্ন রাজ্য এবং সংস্থাগুলিকে পরিচয়ের প্রমাণ হিসাবে Aadhaar গ্রহণ করার আগে প্রথমে কার্ডধারী ব্যক্তির কার্ড নম্বর যাচাই করতে বলেছে। তাই নির্বিঘ্নে Aadhaar Card ব্যবহার করতে হলে আমাকে-আপনাকে এটি ভেরিফাই করাতেই হবে। কিন্তু কীভাবে হবে এই ভেরিফিকেশনের কাজ? আসুন জেনে নেই বিশদে।

আধার যাচাই ও মন্ত্রকের মত (Aadhaar verification and ministry’s outlook)

ইলেকট্রনিক্স তথা আইটি (IT) মিনিস্ট্রি বলেছে যে, সমস্ত ধরণের আধার ফর্মকেই (মানে আধার লেটার, ই-আধার, আধার পিভিসি কার্ড এবং এম-আধার) অনলাইন এবং অফলাইন উভয় মোডের মাধ্যমে যাচাই করা যেতে পারে। এক্ষেত্রে এম-আধার (mAadhaar) অ্যাপ বা আধার কিউআর (QR) কোড স্ক্যানার ব্যবহার করে যেকোনো আধারকে ভেরিফাই করতে হবে। উল্লেখ্য, এই একইরকম বার্তা দিয়ে একটি টুইট করেছে ইউআইডিএআই-ও।

কীভাবে অনলাইনে আধার যাচাই করবেন? (How to verify Aadhaar online?)

১. আপনারা যদি অনলাইনে আধার যাচাই করতে বা করাতে চান, তাহলে এই কাজের জন্য প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যান।

২. এখানে আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখুন।

৩. পরবর্তী ধাপে ‘প্রোসিড অ্যান্ড ভেরিফাই আধার’ (Proceed and Verify Aadhaar) অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

অফলাইনে আধার যাচাই করার পদ্ধতি (How to verify Aadhaar offline?)

১. অফলাইনে আধারের ভেরিফিকেশন করাতে এম-আধার অ্যাপ ডাউনলোড করুন।

২. অ্যাপটি খুলে কিউআর কোড স্ক্যানার চালু করুন। তারপর কাছে থাকা আধারের কিউআর কোড ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করুন।

৩. যাচাই করুন আপনার কাছে উপস্থাপিত ফিজিক্যাল কপি।

সঙ্গে থাকুন ➥