সস্তায় Vivo-র রঙ বদলানো ফোন কেনার সুযোগ, এই মডেলে ব্যাপক ছাড় দিচ্ছে কোম্পানি

লাইটওয়েট সফ্টওয়্যার, ভালো ক্যামেরা, চোখ ধাঁধানো ডিজাইন ইত্যাদি নানা কারণে Vivo ব্র্যান্ডের স্মার্টফোনগুলি সবাই পছন্দ করেন। সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া কোম্পানির V27 সিরিজও এই কারণে বেশ চর্চায় রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে Vivo-র এরকমই একটি ভালো ফোন কেনার কথা ভাবেন, তাহলে আপনাকে দামের জন্য ফিচারের সাথে আপোষ করতে হবেনা! কারণ এই মুহূর্তে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে অনেকটাই ডিসকাউন্টে মিলছে Vivo V25 Pro মডেল, যাতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ফাস্ট চার্জিং সাপোর্ট এবং কালার চেঞ্জিং ফিচার রয়েছে। ঠিক কতটা ছাড়ে মিলছে ফোনটি? আসুন তাহলে, এখন এক নজরে দেখে নিই Vivo V25 Pro-তে উপলব্ধ অফার এবং মূল ফিচারসমূহ।

Vivo V25 Pro-এর দামের ওপর ফ্ল্যাট ডিসকাউন্ট, রয়েছে আরও অফার

ভিভো ভি২৫ প্রো ৫জি ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম এমনিতে ৩৯,৯৯৯ টাকা। তবে কোম্পানি নিজের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটিতে কিছুটা ছাড় দিচ্ছে, যার ফলে এটি এখন ৩৫,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে এখানেই অফারের শেষ নয়। আগামী ৩১শে মার্চ অবধি সময়ের মধ্যে কেউ যদি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কেনেন, তাহলে তিনি আরও ২,০০০ টাকার ছাড় পাবেন। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে তার বদলেও মিলবে অতিরিক্ত ছাড়। এক্ষেত্রে চাইলে একসাথে পুরো টাকা না দিয়ে, নো কস্ট ইএমআইয়েও ভিভো ভি২৫ প্রো ৫জি কিনতে পারবেন আগ্রহীরা।

Vivo V25 Pro-এর স্পেসিফিকেশন

ভিভো ভি২৫ প্রো ৫জিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৬ ইঞ্চি ফুল-এইচডি+ ৩ডি (3D) কার্ভড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর দেওয়া হয়েছে, যেখানে এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা অফার করবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে মিলবে ৬৬ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিসহ ৪,৮৩০ এমএএইচ ব্যাটারি। এর বডি প্যানেলে কালার চেঞ্জিং অর্থাৎ রঙ বদলানোর ফিচার বিদ্যমান।

এদিকে ফটোগ্রাফির জন্য এই ভিভো ফোনে পাবেন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে থাকবে ৩২ মেগাপিক্সেল আই (eye) এএফ ফ্রন্ট ক্যামেরা সেন্সর।