Made In India Car: ভারতে এক লক্ষতম গাড়ি তৈরির মাইলস্টোন স্পর্শ করল বিএমডব্লিউ

কোভিড অতিমারি, লোকাল লকডাউন, স্লথ অর্থনীতির মতো প্রতিকুল পরিবেশের মধ্যেও গত বছর ভারতে বিএমডব্লিউ গোষ্ঠীর (BMW Group) বিক্রি ৩৪ শতাংশ বেড়েছে। এবার এ দেশে লক্ষ গাড়ি তৈরি করার ঘোষণা করল তারা। আজ জার্মান বহুজাতিক সংস্থাটির সেই এক লক্ষতম গাড়িটি তামিলনাড়ুর চেন্নাইয়ের কারখানা থেকে বার হয়েছে।

এক লক্ষতম মডেলটি হল BMW 740Li M Sport Edition, যা ভারতে সংস্থার যন্ত্রাংশ জুড়ে তৈরি হওয়া ১৩টি গাড়ির মধ্যে একটি। 7 Series ছাড়াও বিএমডব্লিউ গোষ্ঠীর ভারতে উৎপাদিত গাড়িগুলির মধ্যে রয়েছে Series Gran Coupe, 3 Series, 3 Series Gran Limousine, M340i, 5 Series, এবং 6 Series Gran Turismo। এছাড়া এসইউভি সেগমেন্টে আছে BMW X1, X3, X4, X5, X7 এবং MINI Countryman।

নতুন মাইলস্টোন তৈরির প্রসঙ্গে বিএমডব্লিউ-এর ম্যানেজিং ডিরেক্টর (চেন্নাই প্ল্যান্ট) থমাস ডোজ বলেন,” এই সাফল্য কর্মীদের কঠোর পরিশ্রম, দক্ষতা, এবং ধারাবাহিকতার ফলে অর্জিত হয়েছে। আর্ন্তজাতিক মানদন্ড অনুসরণ করেই চেন্নাইয়ে বিএমডব্লিউয়ের গাড়ি উৎপাদিত হচ্ছে।”

তিনি যোগ করেন,”স্থানীয়করণ ৫০ শতাংশের উপরে বৃদ্ধি এবং দেশের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারীদের সঙ্গে সুসম্পর্ক ইকোসিস্টেমকে আরও মজবুত করেছে‌ ভারতে আমরা আমাদের দক্ষতাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে চাই”