ডুয়াল ব্যাটারি সহ লঞ্চ হল HOP Lyf ও HOP Leo ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে ১২৫ কিমি পথ

HOP Electric Mobility ভারতে দু’টি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। HOP Lyf ও HOP Leo নামের এই ই-স্কুটারদ্বয় তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে – Basic, Standard, এবং Extended। এগুলির মধ্যে HOP Leo Extended হল সবচেয়ে প্রিমিয়াম মডেল। ভারতীয় বাজারে HOP Lyf ও HOP Leo-এর দাম ৬৫,৫০০ টাকা ও ৭২,৫০০ টাকা থেকে শুরু হচ্ছে।

দু’টি ই-স্কুটারেই রয়েছে ডুয়াল লিথিয়াম-আয়ন ব্যাটারি। এটি ফুল চার্জ করার পর ১২৫ কিমি পথ নিশ্চিন্তে চালানো যাবে (ডুয়াল ব্যাটারিতে)। HOP Lyf মডেলে ২ কিলোওয়াট ইলেকট্রিক মোটর আছে, এর সর্বাধিক গতি ৫০ কিমি/ঘন্টা। আবার HOP Leo একটু বেশি ক্ষমতাসম্পন্ন ২.৭ কিলোওয়াট ইলেকট্রিক মোটর পেয়েছে, তাই এর টপ স্পিড ৬০ কিমি/ঘন্টা।

HOP Lyf ও HOP Leo-তে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে রয়েছে পার্ক অ্যাসিস্ট, রিভার্স গিয়ার (৫ কিমি/ঘন্টা পর্যন্ত), সাইড স্ট্যান্ড সেন্সর, রিভার্স মোড সহ তিন ধরণের রাইডিং মোড, এলইডি ইনস্ট্রুমেন্ট কনসোল, ডুয়াল ডিস্ক ব্রেক, ইউএসবি চার্জিং, রিমোট কী, অ্যান্টি থেফ্ট এলার্ম ও অ্যান্টি থেফ্ট হুইল লক।

এলইডি ডিআরএল এবং ডুয়াল টোন গ্রাফিক্স থাকার কারণে HOP Leo-এর স্টাইলে প্রিমিয়াম ছোঁয়া আছে। উল্লেখ্য, ইন্টারনেট ও জিপিএস কানেক্টিভিটি কোম্পানি অতিরিক্ত অ্যাক্সেসরিজ হিসেবে অফার করছে।

জয়পুরে HOP-এর ৪০,০০০ স্কোয়ার ফুটের ফেসিলিটিতে বিদ্যুৎ চালিত স্কুটার দু’টির উৎপাদনের কাজ চলছে। এখানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বছরে ৫০,০০০, তবে চাহিদা বৃদ্ধি পেলে সেটি ১ লক্ষ ইউনিট পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও HOP আগামী বছরে দক্ষিণ ভারতে একটি কারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে। যেখানে বছরে ৫ লক্ষ ইউনিট পর্যন্ত দু’চাকার গাড়ি তৈরি করার সক্ষমতা থাকবে।

HOP Energy Network জানিয়েছে, ব্যাটারি সোয়াপিং ও চার্জিং স্টেশন এখন নির্মীয়মান অবস্থায় রয়েছে। জয়পুরে ৫টি জায়গায় ৫০টি ব্যাটারি নিয়ে পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়েছে। সেখানে HOP ইলেকট্রিক স্কুটারের চালকেরা ৩০ সেকেন্ডের মধ্যেই ব্যাটারি সোয়াইপ করে নেওয়ার সুবিধা পাচ্ছেন। HOP সারা দেশজুড়ে এরকম ব্যাটারি চার্জিং স্টেশনের পরিকাঠামো গড়ে তোলার ভাবনাচিন্তা করছে।

সবশেষে, OXO বলে একটি শক্তিশালী ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা HOP প্রকাশ করেছে। HOP OXO এর টপ স্পিড হবে ১০০ কিমি/ঘন্টা ও এক চার্জে চলবে ১০০ কিমি পথ৷ যদিও কবে নাগাদ এটি লঞ্চ হবে তা কোম্পানির তরফে জানানো হয়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন