Tecno Pop 5C: কম মূল্যে মান্ধাতার আমলের স্মার্টফোন বাজারে নিয়ে এল টেকনো

ক্যাপাসিটিভ হোম বাটন, মাল্টিটাস্কিং বাটন, ব্যাক বাটন, ডিসপ্লের চারপাশে মোটা বেজেল – স্মার্টফোনে এ সবের পার্ট কবেই চুকে গিয়েছে। তবে ভিন্ন পথে হেঁটে ঠিক এরকমই একটি সেকেলে স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে টেকনো (Tecno)। যার নাম Pop 5C। এন্ট্রি-লেভেল বাজেট সেগমেন্টে আসার কারণে Tecno Pop 5C-এর স্পেসিফিকেশন ও ফিচারে উল্লেখযোগ্য বলতে তেমন কিছু নেই। এতে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২,৪০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) অপারেটিং সিস্টেম।

টেকনো পপ ৫সি দাম (Tecno Pop 5C Price)

টেকনো পপ ৫সি-র দাম সংস্থার পক্ষ থেকে এখনও জানানো হয়নি। তবে যে সেকেলে ডিজাইন ও হার্ডওয়্যার ব্যবহার করেছে টেকনো, সেটি ধরলে টেকনো পপ ৫সি-র মূল্য চার হাজারের বেশি হওয়া উচিৎ না। ফোনটি লেক ব্লু ও ডার্ক ব্লু কালারে পাওয়া যাবে। আপাতত ফোনটি কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত।

টেকনো পপ ৫সি স্পেসিফিকেশন (Tecno Pop 5C Specifications)

Tecno Pop 5C-এর ডিসপ্লে ৫ ইঞ্চি। এতে আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। যা ৮৫৪x৪৮০ পিক্সেল রেজোলিউশন অফার করে। ফোনটি ইউনিসকের প্রসেসরে চলবে। সাথে পাবেন ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Tecno Pop 5C-এর সামনে হতাশাজনক ২ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা রয়েছে। ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে একটি ছোট ২,৪০০ এমএএইচ ব্যাটারি। ফোনে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন প্রি-ইনস্টলড করা আছে।

Tecno Pop 5C ফোনে সেন্সর হিসেবে রয়েছে জি সেন্সর ও প্রক্সিমিটি সেন্সর। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে সামিল আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম ও আরও অনেক কিছু। এই ফোনের ওজন ১৫০ গ্রাম।